
দুর্জয় বড়ুয়া :মানবতা এখনও বেঁচে আছে—এ কথার জীবন্ত প্রমাণ মিলল খাগড়াছড়ির দীঘিনালায়। উপজেলার মাইনে ব্রিজ সংলগ্ন এলাকায় রাস্তার পাশে এক মানসিক ভারসাম্যহীন ব্যক্তির অজ্ঞাত মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় দীঘিনালা জোনের সেনাবাহিনী ও থানা পুলিশ, যারা উদ্ধার কাজে সহায়তা করেন।
এরপরই এক মানবিক দায়িত্ববোধ থেকে এগিয়ে আসেন সনাতন হিন্দু পরিষদ ও স্থানীয় সমাজকল্যাণ সংগঠনগুলোর নেতৃবৃন্দ। মরদেহের সৎকারের সার্বিক দায়িত্ব নেন সনাতন হিন্দু পরিষদের সাধারণ সম্পাদক মিন্টু চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক নিমায় চন্দ্র নাথ।
এ উদ্যোগে সহযোগিতা করেন দীঘিনালা উপজেলা বড়ুয়া সমাজ কল্যাণ পরিষদের সাধারণ সম্পাদক অজিত বড়ুয়া , যুব রেড ক্রিসেন্ট দীঘিনালা উপজেলা দলের উপদল প্রধান এবং শালবন বৌদ্ধ যুব কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক দূর্জয় বড়ুয়া (শান্ত)।
দাহক্রিয়ার দায়িত্বে ছিলেন বোয়াখালী শ্মশান কমিটির সভাপতি রুপায়ন বড়ুয়া। মরদেহ সংস্কার ও সৎকার কার্যক্রমে অংশ নেন সমাজের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তাঁদের মধ্যে ছিলেন জনি বড়ুয়াসহ আরও অনেকে।
স্থানীয়রা জানান, “আজকের সমাজে এমন মানবিক উদাহরণ সত্যিই বিরল। ধর্ম নির্বিশেষে মানুষ মানুষের পাশে দাঁড়াক — এই বার্তাই দিয়েছেন তারা।”





