রেকর্ড বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্ত নাগরিকদের মাঝে ত্রাণ দিয়েছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী।
শুক্রবার বিকেলে ৬নং পূর্ব ষোলশহর ওয়ার্ড ও ৫নং মোহরা ওয়ার্ড ত্রাণ বিতরণ করেন মেয়র। এসময়, সামর্থ্যবান নাগরিকদের ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাড়ানোর আহবান জানিয়ে মেয়র বলেন, ক্ষতিগ্রস্ত মানুষদের সহায়তায় ভেদাভেদ ভুলে সবাইকে এগিয়ে আসতে হবে। মেয়র হিসেবে কাউন্সিলরদের নিয়ে যতটা সম্ভব মানুষদের পাশে দাড়াচ্ছি। সামর্থ্যবান নাগরিকদের প্রতি আহবান আপনারাও মানবসেবার এ সুযোগ থেকে বঞ্চিত হবেননা। কষ্টে থাকা মানুষদের খাবার ও অর্থসহায়তা দিন, আসুন সকলে মিলে গড়ে তুলি মানবিক পরিবেশ।
এসময় আরো উপস্থিত ছিলেন নগর আওয়ামী লীগের কোষাধ্যক্ষ আবদুচ ছালাম, ৬ নং পূর্ব ষোলশহর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি শামসুল আলম, কাউন্সিলর লায়ন এম আশরাফুল আলম, কাজী নুরুল আমীন, এস এম আনোয়ার মীর্জা, মো. ফারুক, নুরুল ইসলাম, ওলিদ চৌধুরী, সেকান্দর হোসেন, হানিফ খান, আবুল কাশেম বাদশা, শেখ আহম্মদ, কফিল উদ্দিন।
এছাড়া এদিন মেয়রের পক্ষে নগরীর বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করেন কাউন্সিলর হাসান মুরাদ বিপ্লব, নুরুল আমীন, মো. নুরুল আলম মিয়া, আবদুস সালাম মাসুম।