কথা সাহিত্য, সাংস্কৃতিক ও নাট্য সংগঠনের ৩য় বর্ষপুর্তি উপলক্ষে আলোচনা সভা, গুণীজন সংবর্ধনা, এস.এস.সি, এইচ.এস.সি কৃতী শিক্ষার্থী সংবর্ধনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও প্রতিযোগিতার পুরষ্কার বিতরণ গতকাল ১৬ অক্টোবর বিকেলে চট্টগ্রাম থিয়েটার ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংগঠনের ভারগ্রাপ্ত চেয়ারম্যান শেখ মোহাম্মদ ইকবালের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.অনুপম। প্রধান বক্তা ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সিনেট মেম্বার ড. মনজুর উল আমিন চৌধুরী। উদ্ধোধক ছিলেন সংগঠনের উপদেষ্ঠা রিয়াজ ওয়াইজ।স্বাগত বক্তব্য রাখেন কথা ৭১ এর প্রতিষ্ঠাতা পরিচালক সজল কুমার নাথ। সংবর্ধিত গুণীজন ছিলেন প্রাক্তন চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এ.জে.এম.মহসিন জাহাঙ্গীর, বীর মুক্তিযোদ্ধা নীলরতন দাশগুপ্ত, মিজানুর রহমান। এতে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন ইউপি চেয়ারম্যান মহিউদ্দীন মঞ্জু, অধ্যাপক সিন্ধুভীষণ নাথ, এড.শিমুল কুমার নাথ। আমন্ত্রিত অতিথি ছিলেন ভারতের কলকাতা থেকে আগত কবি ড. ব্রতীন দেওঘরিয়া, কবি নরেন্দ্র সেনগুপ্ত, পশ্চিমবঙ্গের বাচিকশিল্পী সাহেরী বিশ্বাস। সুচনা বক্তব্য দেন উজ্জ্বল নাথ। স্বরুপ দেবনাথ, সোমা সরকার ও রিপা দাশের পরিচালনায় এতে গান, নৃত্যু, আবৃত্তি, নাটক ও তবলায় অংশ নেন দুর্জয়, জয়ন্তী, হিমেল, অংকুর, শ্রাবণ, রাজ, জগদীশ, অংকিতা, অর্পিতা, অমিত, নিতু, রুপা, রুপকথা, রুপান্বিতা, দিব্য, কাব্য, শান্তি ব্রত, শক্তিব্রত, পিউ, টুটুল, শয়ন, পুজা, রিয়া, সঙ্গা, সঞ্চিতা, তাপস, সানন্দা প্রমুখ। সভায় প্রধান অতিথি ড.অনুপম সেন বলেন বর্তমান প্রজন্মকে মুক্তিযুদ্ধের ইতিহাস জানতে হবে। তিনি বলেন বর্তমান প্রজন্মকেই আগামীর নেতৃত্বের জন্যই এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। বাঙালীর হাজার বছরের সংস্কৃতিকে পরিশুদ্ধভাবে আমাদের বর্তমান প্রজন্মকে অনুশীলনে মনোযোগী হতে হবে। তিনি বলেন দেশকে এগিয়ে নিতে বঙ্গবন্ধুর আদর্শিক দেশপ্রেম আমাদের হৃদয়ে একাগ্র চিত্তে ধারণ করতে হবে। প্রধান বক্তা বলেন আমাদের প্রজন্ম বর্তমানে অতিবেশি অনলাইন আসক্তি হয়ে গেছে। শুদ্ধ সংস্কৃতি চর্চা ও দেশপ্রেমই আমাদেরকে এগিয়ে নিতে সক্ষম হবে। তিনি সকলকে দেশের সমৃদ্ধিতে নিজ নিজ অবস্থান থেকে কাজ করার আহবান জানান।
