কোতোয়ালীতে ১২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

নগরীর কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস কে সি দে রোড এলাকার দি সোসাইটি নার্সারীর পূর্ব পাশে জামাইয়ের চায়ের দোকানের সামনে রাস্তা থেকে ১২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ ১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে কোতোয়ালী থানা পুলিশ।

১৬ অক্টোবর সোমবার রাত সাড়ে ১০ টার দিকে এই অভিযান চালানো হয় ।

গ্রেফতারকৃত আসামী হলেন, চট্টগ্রাম জেলার সাতকানিয়া থানাধীন ১নং ওয়ার্ড, করইয়া নগর, মাবুদের বাড়ীর
মৃত হেদায়েত আলীর পুত্র জামাল হোসেন (৪৫)।

কোতোয়ালী থানা পুলিশ বলেন, ১৬ অক্টোবর সোমবার সোয়া ১০টার সময় এসআই মোঃ মোমিনুল হাসান এনায়েতবাজার মোড় এলাকায় অবস্থানকালে প্রাপ্ত গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় কোতোয়ালী থানাধীন সিনেমা প্যালেস কে সি দে রোডস্থ দি সোসাইটি নার্সারীর পূর্ব পাশে জামাইয়ের চায়ের দোকানের সামনে রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামী জামাল হোসেন (৪৫) কে আটক করে এবং তাহার হেফাজত হতে সর্বমোট ১২শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারপূর্বক জব্দ করা হয়। ধৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে উক্ত ইয়াবা ট্যাবলেট চট্টগ্রাম জেলার সাতকানিয়া কেরানীহাট এলাকা হতে পাইকারী মূল্যে ক্রয় করে ঘটনাস্থল এলাকায় খুচরা দামে বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছিল।

কোতোয়ালী থানা অফিসার ইনচার্জ জাহিদুল কবির বলেন, ১২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।