দেশের প্রথম বঙ্গবন্ধুর ভার্টিক্যাল ম্যুরাল ও বিমানবন্দর এলাকায় চলমান উন্নয়ন কার্যক্রম শনিবার রাতে পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো রেজাউল করিম চৌধুরী।
কর্ণফুলী নদীর তীর ঘেঁষে চট্টগ্রাম বিমান বন্দরের প্রবেশ মুখের গোলচত্বরে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) উদ্যোগে নবনির্মিত ৩৩ ফুট উচ্চতা এবং ১৭ ফুট প্রস্থের এ ভাস্কর্যটি নির্মাণ করা হয়েছে ৫৭টি ধাতব পাইপ দিয়ে।
ভাস্কর্যের পাদদেশে স্থাপিত বিশেষায়িত ফাইবার দিয়ে তৈরি ২৪ ফুট লম্বা ও ৩২ ফুট ব্যাসের একটি গোলচত্বরের মাঝে থাকা সাম্পানটি কর্ণফুলী নদীর ইতিহাস ঐতিহ্য ও সাংস্কৃতিক সৌন্দর্য তুলে ধরে।