ইসলাম এমন একটি জীবন দর্শন যে, এর সব কর্মকান্ডে মানবিক মূল্যবোধ প্রাধান্য পায়। ইসলামে সব কিছুর ওপর মানবিক মূল্যবোধের স্থান। উদারতা, সহিষ্ণুতা, সাম্য ইসলামের সৌন্দর্য্য। তবে বর্তমান বিশ্বে ইসলামকে বিকৃতি খন্ডিত ও আগ্রাসী হিসেবে উপস্থাপন করা হচ্ছে। মাদ্রাসায় যারা পড়ে তারা ইসলাম সম্পর্কে জানার সুযোগ পায় বেশি। তাই ইসলামের মানবিক দর্শন বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে মাদ্রাসা শিক্ষার্থীদেরই বহুমুখী প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। বক্তারা মাদ্রাসা শিক্ষার্থীদের ধর্মীয় গভীর জ্ঞান অর্জনের পাশাপাশি জাগতিক জ্ঞান অর্জনের মাধ্যমে ইসলামের মহানুভবতা, মানবতাবাদ ও সর্বজনীন প্রেমের বাণী প্রসারিত করার আহবান জানান। বক্তারা ছাত্রদের মৌলিক কাজ পড়াশুনাকে অগ্রাধিকার দিয়ে ছাত্রদের দেশ ও দেশের তরে কাজ করার আহবান জানান। ২১ অক্টোবর শনিবার বিকেলে আলমগীর খানকায় জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার ‘দরসে মিশকাত’ এর ব্যবস্থাপনায় হিফজুল হাদিস প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। দরসে মিশকাত এর তত্ত¡াবধায়ক হাফেজ মাওলানা মোহাম্মদ ওসমান গনির সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আলহাজ্ব মোঃ মহসিন। প্রধান বক্তা ছিলেন আঞ্জুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্ট এর সেক্রেটারি জেনারেল মোঃ আনোয়ার হোসেন। বিশেষ অতিথি ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার গভর্নিং বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মোহাম্মদ ইয়াহিয়া খান। আলোচক ছিলেন জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শাইখুল হাদিস আলহাজ্ব মাওলানা জসিম উদ্দিন আল আজহারী, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারি অধ্যাপক মোহাম্মদ মোরশেদুল হক, জামেয়ার সাবেক শিক্ষার্থী ও হজ্জ এজেন্সীজ এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) চট্টগ্রাম জোনের সেক্রেটারি মোঃ আব্দুল মালেক, ড. নুরনবী আযহারী, জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসার শিক্ষক হাফেজ মাওলানা মোঃ আহমদুল হক, মাওলানা শাহ আজিজ, মাওলানা সোলাইমান, সনেট গ্রæপ এন্ড ইন্ডাস্ট্রিজ এর ব্যবস্থাপনা পরিচালক কাটিরহাট ফাজিল মাদ্রাসার গভর্নিং বোর্ডিং সহ-সভাপতি গাজী মোহাম্মদ শহীদুল্লাহ কায়সার, যুল-ইয়ামিন ছাত্রকল্যাণ পরিষদের সাবেক সিনিয়র সহ-সভাপতি মুহাম্মদ মাছুমুর রশিদ কাদেরী, অন্জুমান রিচার্স সেন্টারের পরিচালক মাওলানা আবুল হাশেম। ছাত্রদের মাঝে হাদিসে রসুলের চর্চা ও হেফজুল হাদিস নিয়ে হাফেজ মাওলানা ওসমান গনি দুটি ভাগে ভাগ করে সপ্তম শ্রেণী থেকে দাখিল পর্যন্ত ‘ক’ গ্রæপ, আলিম থেকে কামিল পর্যন্ত ‘খ’ গ্রæপ। জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা থেকে ৫০ (পঞ্চাশ) জন করে শিক্ষার্থী প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন। উক্ত শিক্ষার্থীরা ‘ক’ গ্রæপে ৬০ টি হাদিস মুখস্থ তেলাওয়াত করে ও ‘খ’ গ্রæপে ৮০ টি হাদিস বিশুদ্ধভাবে মুখস্থ তেলাওয়াত করা। উভয় গ্রæপ থেকে তিনজন কওে প্রতিযোগী বিজয়ী হন। প্রথম পুরস্কার ১০ হাজার, দ্বিতীয় পুরস্কার ৭ হাজার, তৃতীয় পুরস্কার ৫ হাজার টাকা এবং যারা প্রতিযোগিতা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন প্রত্যেককে ১ হাজার করে সম্মানী দেওয়া হয়।
