আদর্শ মানুষ গড়তে মাদ্রাসা শিক্ষার বিকল্প নাই – ড.আব্দুর রশীদ

আজ  রবিবার ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ এশিয়া বিখ্যাত দীনী শিক্ষা প্রতিষ্ঠান চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নিয়া কামিল মাদরাসা পরিদর্শন করেন।
পরিদর্শন শেষে মাদরাসার মাদরাসার অডিটরিয়ামে জামেয়া গভর্নিং বডির চেয়ারম্যান প্রফেসর আবুল মহসিন মো. ইয়াহিয়া খানের সভাপতিত্বে মাওলানা মুহাম্মদ আনিসুজ্জমান সাহেবের সঞ্চালনায় সম্মাননা, পুরস্কার বিতরণ অনুষ্ঠান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি ছিলেন ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. আব্দুর রশীদ সাহেব। এতে স্বাগত বক্তব্য রাখেন অধ্যক্ষ ও সদস্য সচিব মাওলানা কাজী আব্দুল আলীম রিজভী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সিনিয়র ভাইস-প্রেসিডেন্ট আলহাজ্ব মোহাম্মদ মহসিন, আনজুমান-এ রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া ট্রাস্টের সেক্রেটারী জেনারেল মোহাম্মদ আনোয়ার হোসেন, আল্লামা হাফেয মোহাম্মদ সোলাইমান আনসারী, মুফতী আল্লামা কাজী মোহাম্মদ আবদুল ওয়াজেদ, মুহাদ্দিস মাওলানা মুহাম্মদ জসিম উদ্দিন আল-আযহারী, আরবী প্রভাষক মাওলানা গোলাম মোস্তফা মুহাম্মদ নুরন্নবী, মাওলানা মীর মুহাম্মদ আলাউদ্দীন, মাওলানা সাইফুদ্দীন খালেদ আল-আযহারী, মোহাম্মদ আবদুস সবুর, মোহাম্মদ মাহবুবুর রহমান, মোহাম্মদ আজিজুল মোস্তফা, মাওলানা এএএম জুবাইর রেজভী প্রমুখ।

প্রধান অতিথি জামেয়ার এ্যাসেম্বলি ও ক্লাস পরিদর্শন শেষে কুত্ববুল আউলিয়া আল্লামা সৈয়দ আহমদ শাহ্ সিরিকোটি (রা.) প্রতিষ্ঠিত মহান এশিয়াখ্যাত দীনী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এবং সকল কার্যক্রম ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত হয়ে সন্তোষ প্রকাশ করেন এবং প্রতিষ্ঠানের উত্তরোত্তর উন্নতি ও সমৃদ্ধি কামনা করেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন শায়খুল হাদিস আল্লামা হাফেজ মাওলানা মুহাম্মদ সোলাইমান আনসারী ।