শেরশাহে ট্রাফিক উত্তরের অভিযানে ১৮ গাড়ি আটক

আজ সোমবার সকালে চট্টগ্রাম নগরীর বায়েজিদ রোডের শেরশাহ ক্রসিং এ
সিএমপি ট্রাফিক উত্তর বিভাগের এডিসি কীর্তিমান চাকমা , এসি আসিফ মাহমুদ গালিব ও টি আই মোঃ আলমগীর হোসেন এর নেতৃত্বে অভিযান চালিয়ে ৭ টি ব্যাটারি চালিত অটো রিকশা , ৩ টি গ্রাম সি এন জি, ২ টি মোটরসাইকেল, ২ টি কভার্ড ভ্যান, ১ টি হিউম্যানহলার, ১ টি পিকআপ, ২ টি ট্রাকসহ ১৮টি গাড়ি আটক করা হয়। আটককৃত গাড়ি গুলিকে ডাম্পিং এ পাঠানো হয়েছে।

নিষিদ্ধ সময়ে প্রবেশসহ বিভিন্ন অপরাধে মোটরযান আইনে ৩ টি মামলা করা হয়।

এ মাসে ৩০০ টির অধিক অবৈধ গাড়ি আটক করা হয়েছে।