সিএমপি স্কুল এন্ড কলেজের আন্ত: হাউজ বিজ্ঞান মেলা পরিদর্শনে সিএমপি কমিশনার

আজ সিএমপি স্কুল এন্ড কলেজ কর্তৃক আয়োজিত দুইদিনব্যাপী আন্ত:হাউজ বিজ্ঞান মেলা ২০২৩ পরিদর্শন করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় ।
মেলায় অগ্রণী, অনির্বান,অপরাজেয় ও অদম্য- এ চারটি হাউজে ভাগ হয়ে সিএমপি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। মাধ্যমিক শাখা থেকে শীতলকারী পাখা, মহাসাগর ক্লিনার, স্মার্ট ফার্মিং প্রজেক্টে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছেন দিবাকর দত্ত, জুহায়ের আবিদ ও তাসনিম মুশাররাত। কলেজ শাখা থেকে ডায়াস্টার মুক্ত বাড়ি, মিনি রোবট ও নবায়নযোগ্য শক্তি ব্যবহার প্রজেক্টে যথাক্রমে ১ম, ২য় ও ৩য় স্থান অধিকার করেছেন জান্নাতুল নাঈমা, সায়েম আহমেদ ও আবরার ফাইয়াজ।
সেখানে উপস্থিত ছিলেন সিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ মহোদয়সহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।