সারাদেশব্যাপী বিএনপি-জামাত কর্তৃক অরাজকতা, আগুন সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টি, বিএনপি’র অবরোধ কর্মসূচির প্রতিবাদে হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের অবস্থান কর্মসূচি ও শান্তি সমাবেশে চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, চট্টগ্রাম জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম.এ. সালাম বলেন বিএনপি-জামাতের আগুন সন্ত্রাস মোকাবেলায় রাজপথে আছি। কাউকে এ দেশ নিয়ে আর ষড়যন্ত্র করার সুযোগ দেয়া যাবে না। এদেশের উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নে বিশ^াসী, আগুন সন্ত্রাসে নয়। নিরীহ পুলিশ যারা পিটিয়ে মারেন তারা আর যাই হোক দেশের উন্নয়নের পক্ষে নয়, এরা দেশবিরোধী অপশক্তি, এদেরকে নির্মুল করতে হবে। হাটহাজারী বাসষ্ট্যান্ড চত্ত¡রে উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা এডভোকেট মোহাম্মদ আলীর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এড. হাদি শফিউল্লাহ, এস এম মোরশেদুল আলম, আজম উদ্দিন,শেখ গোলাম মুস্তফা, শ্যামল বড়ুয়া, মুক্তিযোদ্ধা ইসমাঈল মুহুরী, হারুনুর রশিদ, সৈয়দ নুরুল আলম, নোমান খান, মোসলেহ উদ্দিন মাসুদ, আকতার হোসেন, আধ্যাপক খুরশিদ আলম, ভিপি শেখ খোরশেদুজ্জামান, কাজী নাসির, আবুল কাশেম কন্ট্রাক্টর, সাইফুল ইসলাম, উদয় সেন, আকতার হোসেন চৌধুরী, আরিফুর রহমান রাসেল প্রমুখ। উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন চৌধুরী নোমান বলেন, বিএনপি-জামাতিরা হাটহাজারীতে আগুন সন্ত্রাসের চেষ্টা করলে সাধারণ জনগণকে সাথে নিয়ে তাদের বাড়ীঘর অবরোধ করা হবে।
