চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ফুট ওভারব্রিজ বন্ধে বিপাকে জনসাধারণ ও শিক্ষার্থীরা

ব্রিটিশ আমল থেকে ২২ মহল্লার চলাচলের একমাত্র রাস্তা চট্টগ্রাম রেলওয়ে স্টেশন এর উপরের ফুট ওভারব্রিজ কাটাতার দিয়ে বন্ধ করে দেওয়ায় বিপাকে পড়েছে স্কুলের শিক্ষাথী ও এলাকায় বসবাসকারী জনসাধারণ ।

এখান দিয়ে প্রতিদিন ৬/৭টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় দশ হাজার শিক্ষার্থী আসা যাওয়া করে।বিশেষ করে চট্টগ্রাম কলেজিয়েট স্কুল, পিটিআই স্কুল, রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয়, সিটি গার্লস উচ্চ বিদ্যালয়, মহিউস্ সুন্নাহ মাদ্রাসা, আল হামিম মাদ্রাসা ও রেলওয়ের রানিং স্টাফ গার্ড, এএলএম, অ্যাটেনডেন্ট, পয়েন্টস ম্যান, স্টেশন মাস্টার এই সব প্রতিষ্ঠান ও ফল মন্ডি, রিয়াজউদ্দিন বাজার, নিউমার্কেট এর ব্যাবসায়ীরা এই ফুট ওভারব্রিজ দিয়ে আসাযাওয়া করে। ২২ মহল্লার জনসাধারণ ও মৃত মানুষের লাশ এই ফুট ওভারব্রিজ দিয়ে চৈতন্য গলির করব স্থানে নেওয়া হয়।

এই ফুট ওভারব্রিজ কাটাতার দিয়ে বন্ধ করে দেওয়ায় তারা সঠিক সময়ে কর্মস্থলে আসতে পারছে না।

এক গার্মেন্টস শ্রমিক জানান,এলাকায় বসবাসকারী গার্মেন্টস শ্রমিকরা সকালে এবং রাতে যাওয়া-আসার চরম ভোগান্তিতে পড়েছে । পূর্বে এইরকম চলাচলের রাস্তা বন্ধ হওয়ার কোন নজির নেই।

 

ফুট ওভারব্রিজ সংলগ্ন বাংলাদেশ রেলওয়ে স্টেশন কলোনি উচ্চ বিদ্যালয় এর প্রধান শিক্ষক আজাদ হোসেন জানান, এই রাস্তা দিয়েই স্কুলের সকল ছাত্রছাত্রীদের চলাচল করে , রাস্তা বন্ধ হওয়ায় শিক্ষার্থীরা চরম দুর্ভোগে পড়েছে।

এই ফুট ওভারব্রীজ দিয়ে ট্রেনের অসংখ্য যাত্রী আসাযাওয়া করে, রাস্তা বন্ধ হওয়ায় পুনরায় নিউমার্কেট মোড় ঘুরে যানজটের জন্য অনেকেই ট্রেন মিস্ করে। রেলওয়ে স্টেশন কলোনি, উত্তর নালাপাড়া, দক্ষিণ নালাপাড়া, কামাল গেট, দাগখোলা,পূর্ব মাদারবাড়ি এবং সদরঘাটের মৃতদেহ গুলো রেলওয়ে স্টেশন ফুটওভারব্রীজ দিয়ে ২২ মহল্লা কবরস্থানে নিয়ে যায়।

রেলওয়ে কর্তৃক ফুট ওভারব্রিজ বন্ধের সিদ্ধান্তে ২৯ নং ও ৩০ নং ওয়ার্ড কাউন্সিলর এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর এই বিষয়ে দুঃখ প্রকাশ করেন।