দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে- এম এ সালাম

চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি, জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এম এ সালাম বলেন, দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সকলকে রুখে দাঁড়াতে হবে। এরা দেশের উন্নয়ন চাই না। জনগণের জানমালের ক্ষতি সাধনকারী বিএনপি জামায়াতকে রাজপথে মোকাবেলা করা হবে। গতকাল আজ সকাল ১২টায় নতুনপাড়া চত্বরে স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, শ্রমিক লীগ, মৎস্যজীবী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত বিএনপি জামায়াত অগ্নি সন্ত্রাস ও নাশকতা বিরোধী উন্নয়ন ও শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ বক্তব্য রাখেন। বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব শাহ আলম এর সভাপতিত্বে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন, উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এস এম রাশেদুল আলম, হাটহাজারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এস এম মোরশেদ আলম চৌধুরী, সম্পাদক মন্ডলীর সদস্য গোলাম মুস্তাফা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডাঃ বিজয় কৃষ্ণ সরকার, সদস্য মাস্টার আলী নাসের চৌধুরী, আকতার হোসেন, এম জাহাংগীর আলম চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম, চট্টগ্রাম উত্তর জেলা শ্রমিক লীগের সহ-সভাপতি আবু লাইছ, মহসিন খান, উত্তর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাহেদা সুলতানা চিকনদন্ডী ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোঃ শাহজাহান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক কাজী আলমগীর চৌধুরী, শাহানুর চৌধুরী, প্রচার সম্পাদক লায়ন রিমন মুহুরী, লিয়াকত হোসেন, মোঃ তোফায়েল আহমেদ, হাটহাজারী উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ জামান সোহেল,মোঃ এমরান, নেজাম উদ্দীন, মাহবুবুল আলম,শাহ আলম, মোঃ আনোয়ার হোসেন, জিন্নাত আলী বাদশা, সাজ্জাদ লোকমান,পারভেজ তালুকদার, ইলিয়াস ফারুক, মোঃ আজম খান, নুরুল ইসলাম খোকন, হাসান মুরাদ, ইমরান রাকিব, আকিক গণি, আবু বক্কর, ইফতান, ওবাইদুল্লাহ, রায়হান, শরিফ মালেক বাবু, তানভীর, রাকিব, মোঃ মাসুম, সাইফ, বাবু, আদনান, রাফি, সাকিব, হ্নদয়, মুরাদ, মুকতামিন, মোঃ এরশাদ, মোঃ শাকিল, মোঃ আরমান, নেজাম উদ্দীন, দৌলত খান, মোঃ সাহেদ, মো আনিস, মোঃ এরশাদ, মোঃ মনছুর প্রমুখ।