বীর মুক্তিযোদ্ধা কলামিষ্ট ইদ্রিস আলম ছিলেন পরিশুদ্ধ রাজনীতির প্রতিকৃতি

১৯নং দক্ষিণ বাকলিয়া ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্নেহধন্য, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, স্বাধীনতা উত্তর চট্টগ্রাম শহর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা, সিটি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক, সিটি আওয়ামী লীগের (ছাত্র অবস্থায়) দপ্তর ও প্রচার সম্পাদক, বিশিষ্ট কলামিস্ট বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলমের ১৭তম মৃত্যুবার্ষিকীর স্মরণ সভা, দোয়া মাহফিল ও শ্রদ্ধা নিবেদন গতকাল ৬ নভেম্বর বাদ আসর মরহুমের বাকলিয়াস্থ কবরপ্রাঙ্গন ও দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন মরহুমের সন্তান ওয়ার্ড ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইফতেখার আলম জাহেদ, ওয়ার্ড আওয়ামীলীগের সহ সভাপতি মোস্তাকিম বিকম, গোলাম রব্বানী মনি, বাকলিয়া থানা আওয়ামীলীগের সদস্য হাজী জসিম উদ্দীন, মনজুর আলম পারভেজ, মোরশেদ আলী, খ ইউনিট আওয়ামীলীগের সভাপতি আনিসুর রহমান, হোসেন বাদশা, এন কে আলম সাজ্জাদ, গাজী আবদুল মান্নান, আকতার হোসেন, মিজান চৌঃ, আজাদ, মইনুল হোসেন, মোঃ শহিদ, আবছার, হোসেন রিপন, খোরশেদ, রিপন হায়দার, আলতাফ হোসেন, নাসির, রিয়াদ প্রমুখ৷সভায় বক্তারা বলেন কলামিষ্ট বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলম ছিলেন একজন আদর্শিক ও পরিশুদ্ধ রাজনীতিবিদ। আমৃত্যু তিনি বঙ্গবন্ধুর আদর্শে অবিচল দেশমাতৃকার জন্য নিরলস কাজ করে গেছেন। আওয়ামী রাজনীতির কঠিন দুঃসময়ে দলের জন্য নিবেদিত প্রাণ হিসেবে কাজ করে গেছেন৷একজন কর্মীবান্ধব নেতা হিসেবে কলামিষ্ট ইদ্রিস আলম সকল স্তরের নেতা কর্মীদের কাছে শ্রদ্ধার পাত্র। বক্তারা বলেন একজন প্রজ্ঞাবান ও আদর্শিক রাজনীতিবিদ ইদ্রিস আলমের রাজরৈতিক জীবন থেকে প্রজন্মের অনেক কিছু শেখার রয়েছে৷ সভায় বক্তারা বলেন রাজনীতির পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলম লেখালেখির মাধ্যমে সমাজের নানা অসঙ্গতি তুলে ধরেছেন। একাধারে রাজনীতিবিদ, কবি, কলামিষ্ট ও সমাজ হৈতিষী ব্যক্তিত্ব ছিলেন বীর মুক্তিযোদ্ধা ইদ্রিস আলম। দোয়া ও মুনাজাত করেন হাফেজ মোঃ ইব্রাহিম।