গাজায় ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে ইসরাইলি গণহত্যা বন্ধের দাবিতে চট্টগ্রামের চন্দনাইশে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর ঘৃনার স্তম্ভ নির্মিত হয়েছে। চন্দনাইশ উপজেলার জোয়ারা বাদামতল ষ্টেশনের যাত্রী ছাউনির পাশে উত্তর জোয়ারা ছৈয়দ আমির কুলাল পাড়া বাসীর পক্ষে এই স্তম্ভ নির্মাণ করা হয়। জানা যায়, উত্তর জেয়ারা ৬নং ওয়ার্ডের বাসিন্দা মোকলেসুর রহমান সওদাগরের পুত্র ব্যবসায়ি সাবের হোসেনের অর্থায়নে নির্মিত সকল মোমিন মুসলমান এর ঈমানী দায়িত্ব ঘৃনা করা শ্লোগানে দীর্ঘ ২০ দিন যাবৎ ঝাড়–-জুতার বাড়ি দিয়ে এবং জুতার মালা গলায় ঝুলিয়ে প্রতিবাদ করে আসছে এই এলাকার জনসাধারণ। সাবের হোসেন জানান, মুমিন মুসলমান হিসেবে জন সচেতনা সৃষ্টিতে তার এই ঘৃনা স্তম্ভ নির্মাণ। তিনি আরোও জানান, ফিলিস্তিনে গিয়ে তার সহযোগিতা করার সক্ষমতা না থাকায় মজলুমদের পাশে থাকার উদ্দেশ্যে তার এই উদ্যোগ। ফিলিস্তিনিতে ঠান্ডা মাথায় ইতিহাসের ঘৃণ্যতম যুদ্ধপরাধ ছাড়া আর কিছু নয়, তাই ইসরাইলি আক্রমণকে অবিলম্বে বন্ধ করতে সারা বিশ্বকে সক্রিয় উদ্যোগ নিতে আহ্বান জানিয়েছেন তিনি।
