চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদের কো-চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন রাশেদ বলেন, জাফর আহমেদ এদেশের স্বাধীনতা সংগ্রামের একজন অকুতোভয় ছাত্রনেতা। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে সারা দিয়ে সাহসের সাথে মুক্তিযুদ্ধ করেছেন তিনি। যুদ্ধকালীন সিএনসি প্রশিক্ষণ নিয়ে মিরসরাই নেতৃত্ব দিয়েছেন।
ষাট দশকে সুলতানুল কবির চৌধুরী , কাজী ইনামুল হক দানুসহ অনেকেই ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন। যারা আজ আমাদের মাঝে নেই। তাদের রাজনীতির আদর্শ আজকের নতুন প্রজন্মের কাছে অনুপ্রেরণার উৎস।
১০ নভেম্বর শুক্রবার মুক্তিযুদ্ধের বিজয় মেলা পরিষদ আয়োজিত জাফর আহমেদ সিইনসি স্মরণসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এর আগে মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারা ।
মহিউদ্দিন রাশেদ আরও বলেন, জাফর আহমেদ শুধু মুক্তিযুদ্ধে নেতৃত্ব দেননি ,
৭৫ পরবর্তী বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হত্যার প্রতিবাদ, ৮০’র স্বৈরাশাসন বিরোধী আন্দোলন, ৯০’র সাম্প্রদায়িকতা বিরোধী আন্দোলন ও গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে বাংলাদেশ আওয়ামী লীগের একজন সাহসী নেতা হিসেবে নেতৃত্ব দিয়ে গেছেন। সাহস ও সংগ্রামে উদ্ভাসিত জীবনের অধিকারী জাফর আহমদ সিইনসি । আমরা তাঁর বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াড এর উপদেষ্টা মন্ডলির সদস্য দীপঙ্কর চৌধুরী কাজলের সভাপতিত্বে ও সঙ্গঠনের
সদস্য-সচিব কাজী রাজিশ ইমরানের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সঙ্গঠনের উপদেষ্টা মন্ডলির সদস্য যথাক্রমে মোহাম্মদ জহির ও মেহরাজ তাহসিন শফি।
অন্যান্যের মধ্যে আরো বক্তব্য রাখেন যুগ্ন-আহবায়ক যথাক্রমে আরাফাতুল মান্নান ঝিনুক , সৈয়্যদা তাহমিনা সুলতানা , মরহুম এর সন্তান জয়নুদ্দিন আহমেদ জয় , কোষাধ্যক্ষ রাকিবুল ইসলাম , জ্যাষ্ঠ সদস্য ইরফান কাদেরী , নাজমুল হক ভূইয়া ,সুচিত্রা গুহ টুম্পা , সরিৎ ধর , এস এম ইশতিয়াক আহমেদ রুমি , আমিনুল ইসলাম , জান্নাতুল ফেরদৌস ও শাহাদাৎ হোসেন ।
সভায় সঙ্গঠনের সদস্যবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ লোকমান হাকিম , কামরুল হক চৌধুরী , নন্দিতা দাশ গুপ্তা , মোঃ রায়হান , মিনহাজ উদ্দিন তাকিম , মোঃ কামরুজ্জামান আজাদ দিপু , আশিষ কুমার দাশ , মুনতাসির খান ইভান , মোঃ সাজ্জাদুর রহমান , রাজু মিত্র , ইমতিয়াজ মাহমুদ , শেখ শহিদুল হক বাবলু , শাহরিয়ার ইসলাম নাযিম ,এম শাহাদাৎ এইচ চৌধুরী , সৈয়দ গোলাম কাদের , মোঃ তানুন চৌধুরী ,মোঃ নাহিয়ান ও মোঃ সুফিয়ান প্রমুখ ।
অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন রাজিব চৌধুরী রাজু ও আবুল বশর হেলাল প্রমুখ ।