দামপাড়া পুলিশ লাইন্সের মাল্টিপারপাস শেডে সিএমপি স্কুল এন্ড কলেজের একাদশ শ্রেণির নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার ও সিএমপি স্কুল এন্ড কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি কৃষ্ণ পদ রায় ।
পুলিশ কমিশনার নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, প্রাতিষ্ঠানিক শিক্ষার পাশাপাশি নৈতিকতার শিক্ষা আহরণ করতে হবে। আমাদের সঙ্কীর্ণতাকে ছাপিয়ে সকলের সাথে নিজেকে যুক্ত করতে হবে। দেশকে ভালোবেসে আলোকিত পথ বেছে নিতে হবে। স্বপ্ন দেখতে হবে। মনের জোর, সততা ও একাগ্রতা নিয়ে এগিয়ে যেতে হবে। তবেই নিজে এগিয়ে যাওয়া যাবে, দেশকে এগিয়ে নেওয়া যাবে।
এসময় সেখানে অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, পিপিএম-সেবা; উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশসহ সিএমপির অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং সিএমপি স্কুল এন্ড কলেজের সম্মানিত শিক্ষকমন্ডলী, শিক্ষার্থীগণ ও শ্রদ্ধেয় অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
