ট্রাফিক ব্যবস্থাপনা চ্যালেঞ্জ উপায় শীর্ষক গবেষণা ফলাফল উপস্থাপন

আজ ১৬ নভেম্বর – নগরীর দামপাড়া পুলিশ লাইনস সম্মেলন কক্ষে পুলিশ হেডকোয়ার্টার্স কর্তৃক অনুমোদিত চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকায় একটি উন্নত ট্রাফিক ব্যবস্থাপনা: চ্যালেঞ্জ এবং উপায় শীর্ষক গবেষণা ফলাফল উপস্থাপন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিএমপি কমিশনার কৃষ্ণ পদ রায় । অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) এম এ মাসুদ; অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম এন্ড অপারেশন) আ স ম মাহতাব উদ্দিন, অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) আবদুল মান্নান মিয়া, উপ-পুলিশ কমিশনার (সদর) মোঃ আব্দুল ওয়ারীশ (অতিরিক্ত ডি আই জি পদে পদোন্নতিপ্রাপ্ত পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।