গতকাল বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াড এর পক্ষ থেকে মুক্তি মুক্তিযুদ্ধের সঙ্গঠক মাননীয় মেয়র এম রেজাউল করিম চৌধুরী এর নিকট তিনটি স্মারকলিপি প্রদান করা হয় ।
নিউ মার্কেট সংলগ্ন চৌরাস্তার মোড়ে বিগত ২৬ মার্চ ২০০৮ তারিখে মুক্তিযুদ্ধ যাদুঘর চট্টগ্রাম কর্তৃক স্হাপিত মুক্তিযুদ্ধের একটি দুর্ধর্ষ অপারেশন এর বীরত্বগাথা খচিত স্মৃতিস্তম্ভ সংরক্ষণ ও সংস্কারের দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রনালয়ের ৪৮,০০,০০০০,০০৫,১৬,০০৫,২০-১৬৯ , তারিখ: ২৯/১০/২০২০ খ্রি: মোতাবেক চট্টগ্রামের বীর মুক্তিযোদ্ধা প্রয়াত বাবু অমল মিত্রের নামে চট্টগ্রাম মহানগরী এলাকার সদরঘাট থানাধীন সদরঘাট সড়কের নামকরণের জন্য স্মারকলিপি প্রদান করা হয় ।
চট্টগ্রাম মহানগর আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও মুক্তিযুদ্ধকালীন গেরিলা গ্রুপ কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মরহুম কাজী ইনামুল হক দানু’র নামে সড়ক এর নামকরণ ও চকবাজার গুলজার মোড় চত্বরে ১৯৬৯ এ পূর্ব পাকিস্তানের গভর্ণর কুখ্যাত মোনায়েম খান কে জুতা ছুড়ে মারার সেই দুঃসাহসিক ঘটনাটিকে স্মরণীয় করে রাখতে সে স্হানে পূর্ব ঘোষিত স্মৃতিস্তম্ভ নির্মাণের দাবী জানানো হয় ।
মাননীয় মেয়র স্মারকলিপিতে উল্লেখিত দাবিগুলো পূরণ এর আশ্বাস প্রদান করেন এবং সমগ্র চট্টগ্রাম শহর জুড়ে মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত স্হানগুলোকে চিন্হিত করে সেখানে স্মৃতিফলক নির্মাণ এর জন্য অতি সম্প্রতি চট্টগ্রাম সিটি কর্পোরেশন এর পক্ষ থেকে রেজুলেশন পাশ করা হয়েছে বলে জানান ।
এবং বীর মুক্তিযোদ্ধাদের পরিত্যক্ত সমাধি সমূহকে সংস্কার করার ব্যাপারে উদ্যোগ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন । এ সময় বীর মুক্তিযোদ্ধাদের সন্তান স্কোয়াড এর নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যথাক্রমে যুগ্ম-আহ্বায়ক সৈয়দা তাহমিনা সুলতানা, যুগ্ম আহ্বায়ক, আরাফাতুল মান্নান ঝিনুক, যুগ্ম আহ্বায়ক, জয়নুদ্দিন আহমেদ জয়, সদস্য সচিব কাজী মুহাম্মদ রাজিশ ইমরান ,দপ্তর সম্পাদক রকিবুল ইসলাম রাকিব , সদস্যবৃন্দদের মাঝে উপস্থিত ছিলেন যথাক্রমে নাজমুল হক ভুঁইয়া (রাজিব), অনিক মিত্র, নন্দিতা দাশ গুপ্তা, আবদুল্লাহ আল মামুন, মোঃ শাহাদাত হোসেন, মোঃ রায়হান, জান্নাতুল ফেরদৌস, কামরুল হক চৌধুরী, মোঃ ইভান খাঁন, মোঃ মিনহাজ উদ্দিন তাকিম, মোঃ তানুন চৌধুরী, মোঃ অমি, দেলোযার হোসেন ডন, মোঃ লোকমান হাকিম, আশিষ দাশ রাহুল, সৈয়দ মোঃ খোবায়েব , জেবুন্নেছা জেবু , সায়রাজ বিন আহমেদ, মোঃ ফিরোজ প্রমূখ ।