নিজস্ব প্রতিবেদক
১৪ ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস উপলক্ষে নগরীর খুলশীস্থ বধ্যভূমিতে ফুলেল শ্রদ্ধা অর্পন করেন বাংলাদেশ যুব মহিলালীগ চট্টগ্রাম মহানগর।
এ সময় খেলাঘর সহ অন্যান্য কচিকাচারাও সংগীত পরিবেশন করেন।
এরপর সন্ধ্যাবনত সময়ে শোক বিধুর সময়ে ব্লাকআউটের সাথে সাথে আলোক প্রজ্বলনের মাধ্যমে ১৯৭১ সালের শহীদ বুদ্ধিজীবীদের প্রতি প্রগাঢ় সম্মান প্রদর্শন পূর্বক তাঁদেরকে স্মরণ ৩১ করা হয়।
এতে চট্টগ্রাম মহানগর যুব মহিলালীগের আহ্বায়িকা মুক্তিযোদ্ধার সন্তান অধ্যাপিকা সায়রা বানু রৌশনী, সায়কা দোস্ত, কোহিনুর আক্তার, ইয়াসমিন মিনু, এ্যানি, পান্না আক্তার, শাহিন আক্তার, আয়শা মনি, দিলরুবা শিরিন, লাকি আক্তার, বীনা গোমেজসহ অন্যান্য নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।