দক্ষিণ কাট্টলী মহা শিবরাত্রি উদযাপন পরিষদের উদ্যাগে নানান আয়োজনে শিব চতুর্দশী পালিত

শিমুল ভট্টাচার্য (প্রতিনিধি)দক্ষিণ কাট্টলী মহা শিবরাত্রি উদযাপন পরিষদের  উদ্যাগে শিব চতুর্দশী উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মতুয়া   ডস্কা কীর্তন, প্রদীপ প্রজ্জ্বলন ধর্মীয় আলোচনা সভা ও শ্রীমৎ ভাগবত গীতা পাঠের আয়োজন করা হয়।

 বাংলাদেশ সনাতন কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি ও দক্ষিণ কাট্টলী মহা শিবরাত্রি উদযাপন পরিষদের প্রতিষ্ঠাতা সভাপতি পিকাশ শীল সাগরের সভাপতিত্বে আশীর্বাদ ও মঙ্গল প্রদীপ প্রজ্জলন করেন তত্ত্বাবধায়ক রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের শ্রীমৎ স্বামী পূর্ণব্রতানন্দ মহারাজ। উদ্বোধক করেন  বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক সুব্রত রায় চৌধুরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টবাংলা টিভির প্রধান উপদেষ্টা ও চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক অধ্যাপক পার্থসারথী চৌধুরী। প্রধান আলোচক  এপার বাংলা ও ওপার বাংলার একাধিক আশ্রম প্রতিষ্ঠাতা মতুয়ারত্ন শ্রীমৎ উত্তম গোঁসাই।

ধর্মীয় আলোচক ভাগবতীয় বক্তা হিন্দুরত্ন উপাদী প্রাপ্ত, স্বপ্নদ্রষ্টা -গীতামৃত সংঘ বাংলাদেশ  উজ্জ্বল চন্দ্র দাশ। সম্মানিত অতিথি চট্টগ্রাম মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি দেবাশীষ নাথ দেবু। সার্বজনীন শ্রী শ্রী হরি মন্দির দুর্গাপূজা উদযাপন পরিষদ এর সভাপতি অশোক দাশ পল্টন। বিশেষ অতিথি বাংলাদেশ সনাতন কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ডাক্তার জিকু চৌধুরী। জেলা ও দায়রা জজ আদালতের অতিরিক্ত পিপি এডভোকেট পিটু কুমার শীল। সহ: উপ পুলিশ পরিদর্শক ও বিশিষ্ট ধর্মানুরাগী সঞ্জয় দত্ত। । স্বাগত বক্তব্য রাখেন দক্ষিণ কাট্টলী মহা শিবরাত্রি উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রতন চক্রবর্তী। সম্মানিত উপদেষ্টা মন্ডলী ছিলেন ডাক্তার মুকুল শীল সুকুমার নাথ, মৃনাল কান্তি শীল, মিলন ঘোষ, মিহির শীল, সাধন নাথ, বিজয় পাল, গৌতম চক্রবর্তী, শিশির শীল, রঞ্জন শীল, কাজল শীল, সমীরন দাশ, নেপাল শীল, ভুপাল শীল। প্রতিষ্ঠাতা সভাপতি পিকাশ শীল সাগর, সি:সহ-সবাপতি খোকন চন্দ্র শীল ( ঝন্টু ), বাবুল শীল,সাধান মজুমদার,,বিপ্লব শীল, সজল পাল, রামু রায়, তাপস মজুমদার, হারাধন শীল, সেবক হালদার,,বিপ্লব শীল, বিউটি শীল। সাধারণ সম্পাদক  রতন চক্রবর্তী, যুগ্ম সাধারণ সম্পাদক জিটু কুমার শীল, বিষু কান্তি নাথ, সৌরভ চৌধুরী নন্দন, রঞ্জিত নাথ। সহ-সাধারণ সম্পাদক কৃপা দত্ত, সুজন দেবনাথ, অরুণ শীল, জুঁই চৌধুরী, বিশ্বজিৎ কর্মকার। অর্থ সম্পাদক মুন্না শীল আবীর, সহ অর্থ সম্পাদক রানা শীল, প্রমিজ দেবু, সাগর শীল লক্ষী, সোমা ভট্টাচার্য, ঝঁর্ণা শীল, সঞ্জয় কর্মকার। সাংগঠনিক সম্পাদক রুদ্র শীল, যুগ্ন সাংগঠনিক সম্পাদক সুকুমার দাশ, শিশির পাল, মিঠু শীল, অনিক দাশ, হৃদয় শীল, রকি শীল, মিন্টু পাল। প্রচার সম্পাদক রনি শীল অন্নি, যুগ্ন প্রচার সম্পাদক লিটন শীল, খোকন শীল, সহ যুগ্ন প্রচার সম্পাদক দুর্জয় শীল, জিসান শীল, লাভলু শর্মা, পার্থ দাশ, সহদেব শীল, সাগর দাশ। দপ্তর সম্পাদক মিলন নাথ, যুগ্ন দপ্তর সম্পাদক জয় শীল, সহ দপ্তর সম্পাদক অরুপ শীল ইনজয়, অর্পিতা শীল, সৈকত দাশ। সমাজকল্যাণ সম্পাদক পলাশ শীল, সহ সমাজ কল্যাণ সম্পাদক ঝন্টু নাথ, সাধন শীল নকুল, তাপস শীল।সাংস্কৃতিক সম্পাদক তমা চক্রবর্তী বাঁধন, সহ সাংস্কৃতিক সম্পাদক মঞ্জু ঘোষ, রূপক চৌধুরী, হৃদয় দাশ, রাজকুমার বিজয়। আপ্যায়ন সম্পাদক দিলীপ শীল, সহ- আপ্যায়ন সম্পাদক তাপস ধর, রতন শীল, নারায়ণ শীল, সুকুমার শীল, লিটন শীল। ধর্ম বিষয়ক সম্পাদক অজিত দাশ সাধু, সহ ধর্ম বিষয়ক সম্পাদক লিলিমা নাথ, রিংকু শীল (মাতাজি), অরবিন্দ দাশ, অরুপ চৌধুরী (সাবু), রনি শর্মা, বাবুল মজুমদার, পূজা কর্মকার, সুষমা হালদার। মন্ডপ পরিচালনায় ছিলেন পূজারী মিলন চক্রবর্তী (দীপক), বাসন্তী শীল, তাপস শীল, সুখী শীল, সুনীতি রানী হালদার, অজিত শীল, অনামিকা শীল, রূপসী শীল, লক্ষ্মী শীল সুমী শীল পূর্ণিমা শীল সুইটি শীল, উশমি শীল, সহ প্রমুখ। সার্বিক সহযোগিতায় ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ভারপ্রাপ্ত কর্মকর্তা পাহাড়তলী থানা, চট্টগ্রাম সিটি কর্পোরেশন বাংলাদেশ সনাতন কল্যাণ পরিষদ কেন্দ্রীয় কমিটি। দক্ষিণ কাট্টলী সসনাতনী সম্প্রদায়ের সকল ধর্মীয় সংগঠন মঠ মন্দির সামাজিক প্রতিষ্ঠান সমূহ।