ডেক্স নিউজ
গাজা শহরের ত্রাণের জন্য অপেক্ষারত ফিলিস্তিনিদের উপর হামলা চালিয়েছে ইসরায়েল।ইসরায়েলি হামলায় ৬ জন নিহত হয়েছেন।আহত হয়েছে ৮৩ জন। যাদের মধ্যে বেশি ভাগের অবস্থা আশঙ্কাজনক। আল-শিফা হাসপাতালে চিকিৎসাধীন তারা।
সংবাদ সংস্থা ওয়াফা জানিয়েছে, বুধবার (১৩ মার্চ)ফিলিস্তিনিরা গাজা সিটিতে জাতিসংঘের ত্রাণ বিতরণ কেন্দ্রে আসলে হঠাৎ সেখানে এলোপাতাড়ি গুলি চালায় ইসরায়েলি সেনারা।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ৩১ হাজার ২৭২ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন ৭৩ হাজার ২৪ জন।