ক্রীড়া প্রতিবেদক
বাড়িতে নরমাল ডেলিভারিতে সন্তান জন্ম দিতে গিয়ে
অনূর্ধ্ব-১৮ সাফজয়ী নারী ফুটবলার রাজিয়া খাতুনের
অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই সন্তান প্রসবের পর মৃত্যু হয়।
বুধবার রাতে গ্রামের বাড়ি সাতক্ষীরায় পুত্র সন্তানের জন্ম দেন এই নারী ফুটবলার। সন্তান প্রসবের পর অতিরিক্ত রক্তক্ষরণে মারা যান তিনি।বিষয়টি নিশ্চিত করেছেন তার আত্মীয়রা।তবে নবজাতক শিশুটি জীবিত আছে বলে জানা গেছে। এদিকে, রাজিয়ার মৃত্যুতে দেশের ফুটবলে শোকের ছায়া নেমে এসেছে।
রাজিয়া খাতুন একসময় বয়স ভিত্তিক দলের নিয়মিত মুখ ছিলেন। ২০১৯ সালে জাতীয় দলের ক্যাম্প থেকে বাদ পড়েন। এরপর খেলেন ঘরোয়া লিগে। এফসি ব্রাহ্মণবাড়িয়া ও কাচারীপড়ার হয়ে গত দুই লিগ খেলেছিলেন রাজিয়া। তার বড় অর্জন ছিল ২০১৮ সালে অনূর্ধ্ব-১৮ সাফ চ্যাম্পিয়নশিপে চ্যাম্পিয়ন হওয়া। এ ছাড়া সে ২০১৭ সালে থাইল্যান্ডে অনুষ্ঠিত এএফসি অনূর্ধ্ব-১৬ নারী চ্যাম্পিয়নশিপের ফাইনাল রাউন্ডে খেলেছিলেন।