ব্যারিস্টার ওসমানকে গ্রেপ্তারে দক্ষিণ জেলা বিএনপির নিন্দা

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য আবদুল গাফফার চৌধুরীর ছেলে বাংলাদেশ সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক নির্বাচিত সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা লিগ্যাল এইড কমিটির সিনিয়র সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় নেতা ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরীকে তার ঢাকাস্থ বাসা থেকে আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক গ্রেপ্তারের ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক আবু সুফিয়ান ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক এনামুল হক এনাম। এক বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের বাক- স্বাধীনতা ও হারানো গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা যাতে নিরুৎসাহী হয় কিংবা অংশগ্রহণ করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাদেরকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হচ্ছে। জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর হয়ে বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করার মহেৎোসব চালিয়ে যাচ্ছে। প্রায় প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেপ্তার এবং তাদের নামে নতুন নতুন মামলা দায়ের ও কারান্তরীণ করা যেন নিত্যনৈমিত্তিক হয়ে দাঁড়িয়েছে। দলমত নির্বিশেষে দেশের গণতন্ত্রকামী জনতা এই অপশাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে না পারলে গণতান্ত্রিক শক্তিসহ সকলের অস্তিত্ব হুমকিরমুখে পড়বে। বিবৃতিদাতাগণ

অবিলম্বে ব্যারিস্টার মোহাম্মদ ওসমান চৌধুরীকে শর্তহীন মুক্তির জন্য জোর দাবি জানান। বিজ্ঞপ্তি