বয়স   মাত্র ৪ মাস,মালিক ৩৩০ কোটি টাকার

আমাদের দিগন্ত প্রতিবেদক(অভি পাল)

বয়স এখনো  মাত্র ৪ মাস।কিন্তু এই ৪ মাস বয়সে মালিক হয়েছে বাংলাদেশি মুদ্রায়  ৩৩০ কোটি টাকার।বিশ্বাস হচ্ছে না তো!!অবিশ্বাস্য হলেও সত্য,বলছিলাম ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকের শ্বশুর ভারতীয় বিশিষ্ট ধনকুবর নারায়ণ মূর্তির নাতির কথা অর্থাৎ রোহান ও অপর্ণা দম্পতির পুত্র একগ্রহ মূর্তির কথা।

নারায়ণ মূর্তি তার নাতিকে প্রায় ৩ কোটি ডলারের শেয়ার উপহার দিয়েছেন বাংলাদেশি মুদ্রায় যার অর্থমূল্য ৩৩০ কোটি টাকা।

১৮ মার্চ  (সোমবার ) ভারতীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে রুশ সংবাদমাধ্যম আরটি।

নারায়ণের  স্ত্রীর নাম সুধা মূর্তি।নারায়ণ মূর্তি টেক জায়েন্ট ইনফোসিসের প্রতিষ্ঠাতা।তার দুই সন্তান :-রোহান ও অক্ষতা। রোহানের স্ত্রীর নাম অপর্ণা। ২০২৩ সালে নভেম্বরে তাদের ঘরে একটি পুত্র সন্তান আসে। ২০০৯ সালে অক্ষতা মূর্তি সুনাককে বিয়ে করেন। ২০২২ সাল থেকে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন ঋষি সুনাক।জানা যায়

নারায়ণ মূর্তি প্রায় ৪ দশমিক ৭ বিলিয়ন ডলারের মালিক।অন্য দিকে সুধা মূর্তি সম্প্রতি ভারতের পার্লামেন্টের উচ্চকক্ষ রাজ্যসভার সদস্য হিসেবে রয়েছেন।