ডেক্স নিউজ
কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোকে জন্মসূত্রে কাগজে-কলমে বাংলাদেশের পাবনা জেলার নাগরিক হিসেবে দেখানো হয়েছে। জেলার সুজানগর উপজেলার আহম্মদপুর ইউনিয়ন থেকে তার নামে ইস্যু করা হয়েছে ভুয়া জন্মনিবন্ধন সনদ। এ নিয়ে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে এলাকায়।
জন্মসনদে দেখা গেছে, নিবন্ধিত ব্যক্তির নাম জাস্টিন ট্রুডো। জন্মস্থান পাবনা। জন্ম ১৯৭১ সালের ২৫ ডিসেম্বর। মাতার নাম মার্গারেট ট্রুডো, মাতার জাতীয়তা বাংলাদেশি। পিতার নাম পিয়েরে ট্রুডো, পিতার জাতীয়তাও বাংলাদেশি।
স্থানীয়রা জানান, সচিব আওলাদ হোসেন ও কম্পিউটার অপারেটর নিলয় হোসেন। টাকার বিনিময়ে ভুয়া জন্ম-মৃত্যুসনদ দেন বলে অভিযোগ ওঠে। সম্প্রতি এক ব্যক্তি টাকার বিনিময়ে জাস্টিন ট্রুডোর নামে জন্মসনদ তৈরির আবেদন করলে কম্পিউটার অপারেটর নিলয় হোসেন তা তৈরি করে দেন। পরে বিষয়টি জানাজানি হয়।