অভি পাল(প্রতিনিধি)
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত—বলেছিলেন মহানবী হজরত মুহাম্মদ (সা.) আর সেই উক্তিকে বাস্তবে রুপ দিতে মায়ের প্রতি ছেলের ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাতে এক বিস্ময়কর ঘটনা ঘটিয়েছে ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীর বাসিন্দা রৌনক গুর্জর নামের এক যুবক। নিজের গায়ের চামড়া কেটে মায়ের জন্য জুতা বানালেন। শুধু তাই নয়, নিজের হাতে পরিয়ে দিলেন এই যুবক।
জানা যায়, অতীতে বিভিন্ন অনৈতিক খারাপ কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলেন রৌনক।অনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ত তো থাকার কারণে পুলিশের গুলিতে তার পায়ে আঘাত লাগে। পরে সেই পায়ের অংশ থেকে অস্ত্রপচারের মাধ্যমে কিছুটা চামড়া কেটে মুচির কাছে নিয়ে যান।পরে মুচির কাছ থেকে নিজের চামড়া দিয়েই তৈরি করা জুতা নিয়ে মায়ের হাতে তুলে দেন রৌনক গুর্জর। নিজেই মাকে সেই জুতা পরিয়ে দেন। ছেলের এমন কাণ্ড দেখে আবেগে কেঁদে ফেলেন মা।
রৌনক গুর্জর বলেন, তিনি রামায়ণের ভক্ত। প্রতিদিন রামায়ণ পাঠ করেন। রাম তার আদর্শ। সেই গ্রন্থ পাঠ করেই মায়ের জন্য কিছু করার ইচ্ছা জাগে তার মনে। এজন্য নিজের গায়ের চামড়া দিয়ে মায়ের জুতা তৈরির পরিকল্পনা করেন।