ইঁদুর মারার ফাঁদে দুই কৃষকের মৃ*ত্যু

অভি পাল( প্রতিনিধি)

গোপালগ‌ঞ্জের কাশিয়ানীতে বৈদ্যুতিক ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে দুই কৃষকের মৃত্যু হয়েছে। গতকাল শনিবার রাতে কাশিয়ানী উপজেলার নি‌শ্চিন্তপুর গ্রা‌মের পৃথক স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন- উপজেলার নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) এবং একই গ্রামের বিশ্বেস্বর বিশ্বাসের ছেলে সনাতন বিশ্বাস (৬৫)।

 

জানা গেছে, শনিবার রাতে নিশ্চিন্তপুর গ্রামের মান্নান শেখের ছেলে কালু শেখ (২৫) বোরো জমিতে পুঁতে রাখা বাঁশ তুলতে গিয়ে পথিমধ্যে একই গ্রামের হারুন মোল্লার জমিতে দেয়া ইঁদুর মারার ফাঁদে বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলে মারা যায়। দীর্ঘক্ষণ বাড়িতে না ফেরায় তার স্ত্রী খুঁজতে গিয়ে তাকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে।

এদিকে একই গ্রামের সনাতন বিশ্বাস বিদ্যুতের তারে জড়িয়ে কালু শেখের মৃত্যুর খবর শুনে তাকে দেখতে যাচ্ছিলেন। পথিমধ্যে তাজির মিয়ার জমিতে পৌঁছালে সেখানে ইঁদুর মারার ফাঁদে জড়িয়ে যান সনাতন। তাঁরও ঘটনাস্থলে মৃত্যু হয়।

কাশিয়ানী উপজেলার রামদিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।।