সবকিছু পুইড়া যাকগা, আমার মা তো বেঁচে আছে-পিতৃহীন শিশু

অভি পাল(স্টাফ রিপোর্টার)

আমার মা তো বাঁচছে এইটাই বেশি আর কিছু লাগবো না। সবকিছু পুইড়া যাকগা, আমার মা তো আছে।মানুষ থাকলেইতো কামাই করতে পারবো, মানুষ না থাকলে কী হইবো? মানুষ থাকলে সবকিছু করা যাইবো, মা-ই আছে।এমনটাই বলেছিলেন কড়াইল বস্তিতে লাগা আগুনে নিঃস্ব হয়ে যাওয়া পিতৃহীন এক শিশু।

গত রোববার (২৪ মার্চ) বিকেল ৪টার দিকে ভয়াবহ আগুন লাগে কড়াইল বস্তির একটি অংশে।  আগুনে পুড়ে যায় কয়েকশ টিন-কাঠের ঘর।

বস্তিতে লাগা আগুনে সর্বস্ব হারানো কয়েকশ পরিবারের রাত কাটছে খোলা আকাশের নিচে। তিল তিল করে সাজানো সংসার যেন নিমিষেই শেষ হয়ে গেল।

আগুনে সবকিছুই হারিয়ে যেন নিঃস্ব হয়ে গেছেন শত পরিবার। কেউবা তাদের পুড়ে যাওয়া ঘর থেকে অবশিষ্ট কিছু আছে কিনা সেটি খুঁটিয়ে খুঁটিয়ে দেখছে। কেউবা আবার আহাজারি করছেন। এমনটাই দৃশ্য চোখে পড়ে।