আমাদের দিগন্ত প্রতিবেদক
শান্তিতে নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মুহাম্মদ ইউনূস ইউনেস্কোর ‘ট্রি অব পিস’ পুরস্কার পেয়েছেন বলে যে তথ্য প্রচারিত হয়েছে তা সঠিক নয়— এ কথা বলেছেন বাংলাদেশে ইউনেস্কো জাতীয় কমিশনের চেয়ারপারসন ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী
বুধবার (২৭ মার্চ) দুপুরে সচিবালয়ে এই পুরস্কারের বিষয়ে তিনি এ প্রতিক্রিয়া জানান। বলেন, পুরস্কার পাওয়ার বিষয়ে ইউনূস সেন্টার যে দাবি করেছে তা বিভ্রান্তিকর ও প্রতারণামূলক।
মন্ত্রী আরও বলেন, এখন পর্যন্ত ইউনূস সেন্টারের ওয়েবসাইটের ইউনেস্কোর পুরস্কার হিসেবেই লেখা রয়েছে। এটা প্রতারণা ও শঠতামূলক কার্যক্রম। একজন ইসরায়েলি ভাস্কারের দেওয়া পুরস্কারকে তিনি ইউনেস্কোর পুরস্কার হিসেবে প্রচার করেছেন। আমরা ইউনেস্কোর একটি সদস্য রাষ্ট্র। ইউনেস্কো কমিশন শিক্ষা মন্ত্রণালয়ের অধীন। বাংলাদেশ ইউনেস্কো কমিশনের পক্ষ থেকে ইউনেস্কোর সদর দপ্তরে আমরা একটি ব্যাখ্যা পাঠাব এবং অবগত করব। আমরা বলব, ইউনেস্কোর নাম নিয়ে ড. ইউনূস বিভ্রান্তি সৃষ্টি করেছেন, যেটা অনৈতিক ও অপরাধমূলক।
.
ইউনূস সেন্টার যদি ইউনেস্কো পুরস্কার নিয়ে মিথ্যা তথ্য প্রচার থেকে বিরত না থাকে, তাহলে আইনগত ব্যবস্থানেয়া হবে বলেও জানান তিনি