আমার দিগন্ত প্রতিবেদক
পাশের দেশে যারা সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছিল তাদের অস্ত্র কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) হাতে এসেছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
শনিবার (৬ এপ্রিল) দুপুরে চট্টগ্রাম নগরীর দেওয়ানজি পুকুর লেন এলাকায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা জানান।
সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিএনপিকে ধ্বংস করার জন্য তারেক জিয়াই যথেষ্ট। যতোদিন তারেক জিয়া থাকবেন ততোদিন দলটির কোনো সম্ভাবনা নেই বলেও জানান পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদ।
বিএনপির ভারতীয় পণ্য বয়কটের ডাকে জনগণ সাড়া দেয়নি উল্লেখ করে ড. হাছান মাহমুদ বলেন, জনগণ তো দূরের কথা, বিএনপির নেতা-কর্মীরাও ভারতীয় পণ্য বয়কটের ডাকে সাড়া দেয়নি।