হাটহাজারী প্রেস ক্লাবের ইফতার মাহফিল অনুষ্ঠিত 

হাটহাজারী প্রতিনিধি,:

পবিত্র মাহে রমজান উপলক্ষে বিশিষ্টজন ও হাটহাজারী  প্রেস ক্লাবের সদস্যদের সম্মানার্থে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিল সৌহার্দপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৬ এপ্রিল) হাটহাজারী উপজেলা মিলনায়তনে  হাটহাজারী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক বাবলু দাশের সঞ্চালনায় হাটহাজারী প্রেসক্লাবের সভাপতি মোঃ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন হাটহাজারী উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম রাশেদুল আলম,হাটহাজারী পৌরসভার পৌর প্রশাসক আলহাজ্ব মঞ্জুরুল আলম,হাটহাজারী উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আলম বাসেক, হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোঃ নুরুল আলম,বিশিষ্ট সমাজসেবক ব্যারিস্টার  আশরাফ উদ্দিন, হাটহাজারী প্রেস ক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম,এ বাশার,ছিপাতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আহসান লাভু,হাটহাজারী প্রেস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মোহাম্মদ আলী,পৌর বনিক সমিতির সিনিয়র সহ-সভাপতি  আশীষ দে,সহ সভাপতি এমএ জসিম উদ্দিন সিকদার,পৌর যুবলীগের যুগ্ম আহ্বায়ক আইয়ুব খাঁন লিটন, কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাকেরিয়া চৌধুরী সাগর, প্রেসক্লাব নেতৃবৃন্দ ও বিভিন্ন পত্রিকার গণমাধ্যমকর্মী সহ নেতৃবৃন্দরা এ সময় উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের মত প্রকাশের স্বাধীনতা ও লেখার অধিকার রক্ষা করতে হবে। সত্যিকার সাংবাদিকরা কারো প্রলোভনে প্রলুদ্ধ হয় না এবং কারো ভয়ে নতশির জীবন যাপন করেনা। দেশ ও দেশের মানুষের অধিকার, স্বার্থ সংরক্ষণে এবং দেশের স্বাধীনতা রক্ষায় সাংবাদিকরা অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে থাকে। প্রত্যেক সাংবাদিকদের একটা বিষয় খেয়াল রাখতে হবে শুধু নেতিবাচক সংবাদ পরিবেশন নয়, ইতিবাচক সংবাদ বা গঠনমূলক সংবাদ পরিবেশন করতে হবে যাতে মানুষ ভালো কাজ করার জন্য উদ্বুদ্ধ হয়।

ইফতার মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উপজেলা কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হাফেজ মাওলানা মোস্তাফা কামাল