গীতা প্রশিক্ষক বিপ্লব দাশ এর পরিচালনায় সাপ্তাহিক ক্লাস

 সুব্রত দাস(প্রতিনিধি)

গীতা প্রশিক্ষক ও বিশিষ্ট পাঠক  শ্রী বিপ্লব দাশ এর পরিচালনায় বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি ( বাগীশিক ) পাহাড়তলী থানা সংসদের পরিচালনায় পার্থসারথী গীতা বিদ্যাপীঠের সাপ্তাহিক ক্লাস করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ গীতা শিক্ষা কমিটি (বাগীশিক) চট্টগ্রাম মহানগর সংসদের সংস্কৃতিক বিষয়ক সম্পাদক রতন চক্রবর্তী। ইমন সংস্কৃতি একাডেমির পরিচালক ডাক্তার রতন দেবনাথ। ছাত্র-ছাত্রীদের অভিভাবক হিসাবে উপস্থিত ছিলেন সুজন নাথ তন্দ্রা  মল্লিক চুমকি মজুমদার সহ প্রমুখ। বিশিষ্ট গীতা পাঠক ও গীতা প্রশিক্ষক শ্রী বিপ্লব দাশ তিনি দুই বছরের অধিক ছাত্র-ছাত্রীদেরকে গীতা প্রশিক্ষণ দিয়ে আসছেন পার্থসারথী গীতা বিদ্যাপীঠে।