পটিয়ায় মহা রাম নবমী পূজা ও মঙ্গল শুভযাত্রা অনুষ্ঠিত

প্রমি সেন(প্রতিনিধি)

বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট, চট্টগ্রাম বিভাগ ও চট্টগ্রাম দক্ষিণ জেলা’র উদ্যোগে ১ম বারের মত অযোধ্যার রাজা দশরথ ও রাণী কৌশল্যা’র সন্তান মর্যাদা পুরুষোত্তম শ্রী রাম চন্দ্রের জন্মজয়ন্তী উপলক্ষে মহা রাম নবমী পূজা ও মঙ্গল শুভযাত্রা অনুষ্ঠিত হয়।

১৭ই এপ্রিল (বুধবার) পটিয়া উপজেলাস্থ চক্রশালা মগধেশ্বরী মন্দির  প্রাঙ্গনে মহা রাম নবমী পূজা অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন  চট্টগ্রাম পলোগ্রাম রেলওয়ের স্কুলের প্রধান  শিক্ষক  কমলস ধর।

রামভজনও রাম কীর্তন করেন  উপস্থিত ;চট্টগ্রাম বিভাগীয়  দায়িত্বপ্রাপ্ত সমন্বয়ক সংগঠক ও  পটিয়া চক্রশালা রাম মন্দির ভূমিদাতা হিন্দু মহাজোট  নেতা বিভাগীয় তরুণ ভট্টাচার্য  কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক চট্টগ্রাম বিভাগ দায়িত্বপ্রাপ্ত ও সমন্বয়কারী মিন্টু দে,চট্টগ্রাম দক্ষিণ জেলা সমন্বয়ক বিজন কুমার দে  চট্টগ্রাম বিভাগীয় সমন্বয়ক ও পটিয়া উপজেলা যুব মহাজোট  সভাপতি লিটন মুজকড়ি, রতন দত্ত  সাধারণ সম্পাদক  পটিয়া উপজেলা যুব মহাজোট দক্ষিণ জেলার সিনিয়র সহ-সভাপতি শিক্ষক উজ্জ্বল রুদ্র সিনিয়র সহ-সভাপতি  সাবেক মেম্বার মিলন কান্তি দাশ, সহ-সভাপতি, যীশু বিশ্বাস, সহ-সভাপতি নির্বানেশ বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক বিপ্লব শীল, নির্মল শীল  টিটু শীল, চট্টগ্রাম জেলা সাধারণ সম্পাদক রিপন নাথ মহানগর ছাত্র মহাজোট সভাপতি জনি দত্ত  ও সাধারণ সম্পাদক অরুপন পাল,

জেলা ছাত্র মহাজোট সাংগঠনিক সম্পাদক বিপ্লব শাহা, জেলা ছাত্র মহাজোট  সদস্য নেতৃবৃন্দ পটিয়া উপজেলা সভাপতি শিক্ষক রুপম কুমার দে  সাধারণ সম্পাদক সুমন দাশ পটিয়া উপজেলার সদস্য নেতৃবৃন্দ দক্ষিণ জেলা সকল সদস্য  নেতৃবৃন্দ প্রমুখ