জাগো হিন্দু পরিষদ পটিয়া উপজেলার উদ্যোগে গীতা নিকেতন উদ্বোধন

প্রমি সেন(প্রতিনিধি)

জাগো হিন্দু পরিষদ পটিয়া উপজেলা শাখা সার্বিক সহযোগিতায় ১০ম ধাপে ভাটিখাইন শ্রী শ্রী লোকনাথ মন্দিরে গীতা নিকেতন শুভ উদ্ধোধন শিক্ষার্থীদের শ্রীমদভগবদগীতা বিতরণ করা হয়।

উক্ত উদ্ধোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শুভ উদ্ধোধক ধর্মীয় আলোচক ডাঃ মৃত্যুজ্ঞয় দে, প্রতিষ্টাতা ভাটিখাইন পার্থ সারথি শ্রীকৃষ্ণ মঠ, প্রধান অতিথি রণজিৎ কুমার নাথ,সিনিয়র শিক্ষক এন কে এম ইনস্টিটিউট, বিশেষ অতিথি জাগো হিন্দু পরিষদ পটিয়া উপজেলা সংগ্রমী সভাপতি কৃষ্ণমণি আর্চায্য, সমন্বয়ক পিপলু শীল, সাধারণ সম্পাদক বাবলু দেবনাথ, সহ সভাপতি দেবাশীষ দাশ, দপ্তর সম্পাদক কনক চক্রবর্তী পলাশ। বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মৃদুল দে সমাজ সেবক, অশোক দে গীতা শিক্ষক, প্রিয়াংকা দেবী উক্ত মন্দিরের গীতা শিক্ষিকা, সভাপতিত্ব করেন শ্রীভাস দে, শ্রী শ্রী লোকনাথ ব্রক্ষ্মচারী বাবা মন্দিরের উপদেষ্টা এবং অত্র মন্দিরের কমিটির সকল সদস্য বৃন্দ।
গীতা শিক্ষা প্রতিটি ঘরে ঘরে পৌঁছাতে জাগো হিন্দু পরিষদ পটিয়া উপজেলার টিম কাজ করে যাচ্ছে নিরলস ভাবে।এবং পটিয়া যে কোন এলাকায় সপ্তাহ একদিন গীতা শিক্ষা জন্য পটিয়া উপজেলা জাগো হিন্দু পরিষদ এর সাথে যোগাযোগ করার জন্য আহব্বান জানান।