কালুরঘাটে ফেরিতে টেম্পুর ধাক্কায়  এক শিক্ষার্থী  নি*হত

কালুরঘাটে ফেরিতে টেম্পুর ধাক্কায়  এক শিক্ষার্থী  নি*হত

আমাদের দিগন্ত প্রতিবেদক

চট্টগ্রামে কালুরঘাটে ফেরি থেকে বেইলি ব্রীজে উঠার সময় সিএনজি চালিত টেম্পুর ধাক্কায় এক শিক্ষার্থী নিহত  হয়েছে  । আজ সোমবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর  নাম ফাতেমা তুজ জোহরা (১৮)।   বাড়ি  বোয়ালখালী পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের মো.হাসানের মেয়ে।  জোহরা  হাজেরা তজু বিশ্ববিদ্যালয় কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানান , একটি  টেম্পু ফেরি থেকে বেইলি ব্রীজ দিয়ে পারে উঠার সময় হঠাৎ পিছন দিকে যেতে থাকে। এসময় পিছনে থাকা জোহরার উপর  গাড়ির চাপে পড়ে।

নিকটস্থ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে মেডিকেল অফিসার ডাক্তার সঞ্জয় সেন   বলেন গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে তাকে তাঁকে মৃত ঘোষণা করা হয়।