সুব্রত দাশ
বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন কর্তৃক পক্ষ হইতে চট্টগ্রাম খাগড়াছড়ি পার্বত্য জেলার অন্তর্গত মহালছড়ি দূরছড়ি প্রত্যান্ত দূর্গম পাহাড়ি গ্রামে একটি বিশুদ্ধ পানি প্রকল্প”র কাজ হাতে নিল বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন। যার ধারাবাহিকতায় আমাদের সংগঠনের শুভাকাঙ্ক্ষী জামশেদুল আলম ফাহিমের অর্থায়নে সফলতার সাথে আমাদের বিশুদ্ধ পানি প্রকল্পের কাজ বাস্তবায়ন করতে সক্ষম হয়।
আমরা সকলে জানি পানির অপর নাম জীবন। অথচ দিনের পর দিন একটি গ্রামের মানুষ বিশুদ্ধ পানির অভাবে দিন অতিবাহিত করছিল। তাদের খাবার পানির একমাত্র উৎস ছিল ঝিরি, যা মোটেও স্বাস্থ্যকর খাবার পানি ছিল না। অস্বাস্থ্যকর পানি খেয়ে গ্রামের মানুষের বিভিন্ন অজানা রোগ হতো। ২০২৩ সালের ডিসেম্বর মাসে বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন পরিবারের পাশের গ্রামে শীত বস্ত্র বিতরণ করতে যাই, গ্রাম বাসীর কাছে জানতে পারি বিশুদ্ধ খাবার পানির অভাব সম্পর্কে। পরবর্তী
বৌদ্ধ অগ্রগামী স্বেচ্ছাসেবী সংগঠন এর
সাধারণ সম্পাদক প্রমিত বড়ুয়া কথা দিয়েছিল আমাদের সংগঠনের সামর্থ্য অনুযায়ী চেষ্টা করব অত্র গ্রামে একটি টিউবয়েল প্রতিষ্ঠা করার। আমাদের দাতা ও শুভাকাঙ্ক্ষী জামশেদুল আলম ফাহিম ভাইয়া কে বিষয়টি সম্পর্কে জানানো হলে তিনি আমাদের সহায়তার আশ্বাস দেন। তার আশ্বাস পেয়ে আমরা টিউবওয়েল স্থাপনের কাজ শুরু করি। আর ফলাফল এখন আপনাদের সামনে দৃশ্যমান। ধন্যবাদ জামশেদুল আলম ফাহিম ভাইয়াকে আমাদের মানবিক কাজে সাড়া দিয়ে গ্রামবাসীর জন্য বিশুদ্ধ খাওয়ার পানি ব্যবস্থা করে দেওয়ায়।
আবারো ধন্যবাদ আপনাদের সবাইকে আমাদের উপর ভরসা ও বিশ্বাস রেখে, নিঃস্বার্থে আপনাদের সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য।