চট্টগ্রামে পাইলটের দক্ষতায়  রক্ষা পেল উড়োজাহাজের ১৯৮ যাত্রী

আমাদের দিগন্ত প্রতিনিধি 

শারজাহ থেকে আসা এয়ার এরাবিয়ার একটি ফ্লাইট চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় হাইড্রোলিক প্রেশার সিস্টেম বিকল হয়ে রানওয়েতে আটকা পড়ে। এ সময় বিমানটিতে ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। তবে পাইলটের দক্ষতায় দ্রুতই নিরাপদে অবতরণ করে বিমানটি।

শুক্রবার (১০ মে) সকাল ৮টা ৪০ মিনিটে বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের মাঝখানে বন্ধ হয়ে যায় উড়োজাহাজটি। অতঃপর সেখানে প্রায় ১২ মিনিট আটকে থাকে।

বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন তসলিম আহমেদ। তিনি বলেন, শারজাহ থেকে আসা ফ্লাইটটিতে ১৯১ জন যাত্রী ও ৭ জন ক্রু ছিলেন। ক্যাপ্টেন মাঝ আকাশে উড়োজাহাজের হাইড্রোলিক প্রেসারে সমস্যা লক্ষ্য করেন এবং বিমানবন্দর ট্রাফিক কন্ট্রোলকে বিষয়টি জানান। অবতরণের পর পরই উড়োজাহাজটি রানওয়েতে বন্ধ হয়ে যায়।

তিনি আরও বলেন, তবে যাত্রী ও ক্রুরা নিরাপদে নেমেছেন। আমরা সকাল ৮টা ৫২ মিনিটের দিকে উড়োজাহাজটিকে নিরাপদে টেনে নিয়ে এসেছি। প্রকৌশলীরা সমস্যাটি খুঁজে এর সমাধান করবেন।