ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়ন পরিষদের ১, ২ ও ৩ ওয়ার্ডের সংরক্ষিত সদস্য (মেম্বার) নুরুন্নাহার বেগম ৪৪ বছর বয়সে পরীক্ষা দিয়ে এসএসসি পাস করেছেন। তার সঙ্গে এসএসসি পরীক্ষায় বসে পাস করেছেন মেয়ে নাসরিন আক্তারও (১৮)।
রবিবার (১২ মে) দুপুরে একসঙ্গে মা-মেয়ের পরীক্ষার ফল আসে। দুজনে নাসিরনগর উপজেলার চাতলপাড়া ওয়াজ উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দেন। এর মধ্যে নুরুন্নাহার কারিগরি বিভাগ থেকে জিপিএ-৪.৫৪ ও মেয়ে নাসরিন মানবিক বিভাগ থেকে জিপিএ ২.৬৭ পেয়ে পাস করেছেন।
নুরুন্নাহার জানান, ছোটবেলায় খুব ইচ্ছে ছিল পড়ালেখা করে মানুষের মতো মানুষ হবো। উচ্চশিক্ষা গ্রহণ করে দেশের নারীদের জন্য ভালো কিছু করবো। কিন্তু পরিবারের চাপে পড়ে খুব ছোটবেলায় বিয়ে হয়ে যায় আমার। বিয়ের পর দুই ছেলে-মেয়ে আর সংসার নিয়ে ব্যস্ত হয়ে যাওয়ায় নিজের পড়ালেখার কথা ভুলে যেতে হয়। কিন্তু মন থেকে পড়ালেখার ইচ্ছে বাদ দিতে পারিনি। পরে নিজের একান্ত স্বপ্ন আর স্বামী- সন্তানের অনুপ্রেরণায় চাতলপাড় কারিগরি বিদ্যালয়ের নবম শ্রেণিতে ভর্তি হই।