দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচন নিয়ে চলছে হাড্ডাহাড্ডি লড়াই

দুর্জয় বড়ুয়া( প্রতিনিধি)

দীঘিনালা উপজেলা পরিষদের নির্বাচন যত ঘনিয়ে আসছে নড়েচড়ে বসতে শুরু করেছে সম্ভাব্য প্রার্থীরা। এদিকে নির্বাচনকে সামনে রেখে পোস্টারে ছেঁয়ে গেছে পুরা নির্বাচনী এলাকা।
২১ মে খাগড়াছড়িতে জেলা দীঘিনালা উপজেলায় অনুষ্ঠিত হতে যাচ্ছে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোটগ্রহণ। এ ধাপে খাগড়াছড়ি জেলা , দীঘিনালা উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
দ্বিতীয় ধাপের দীঘিনালা উপজেলা নির্বাচনে প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। জানা গেছে, এ উপজেলায় চেয়ারম্যান পদে দুই প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। তাদের একজন বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. কাশেম। তিনি আনারস প্রতীকে নির্বাচন করছেন। অপরজন মোটরসাইকেল প্রতীকে স্বতন্ত্র প্রার্থী ধর্মজ্যোতি চাকমা। দুই চেয়ারম্যান প্রার্থীই নির্বাচনী প্রচার জোরদার করার পাশাপাশি নিজ নিজ কৌশল প্রয়োগ করে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন। প্রার্থীদের জয়-পরাজয়ের ফ্যাক্টর হিসেবে সামনে আসছে বিভিন্ন সমীকরণ। ভোটাররা মনে করছেন, আনারস ও মোটরসাইকেলের মধ্যে ভোটের লড়াই হবে হাড্ডাহাড্ডি। শেষ পর্যন্ত ফলাফল কি হয় তা দেখার জন্য উপজেলাবাসীর চোখ এখন নির্বাচনের দিনের দিকে। নির্বাচনের আর মাত্র কয়েক দিন বাকি। তাই দীঘিনালা উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নেয়া চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান প্রার্থীরা নিজ নিজ কর্মী-সমর্থকদের নিয়ে সকাল থেকে গভীর রাত পর্যন্ত নির্ধারিত এলাকা চষে বেড়াচ্ছেন। বাসায় ফিরে পরের দিনের কর্মসূচি নিয়ে পরিকল্পনা করছেন। কে কার চেয়ে বেশি কৌশল প্রয়োগ করে নিজের অবস্থান জোরদার করবেন এ নিয়ে রীতিমতো প্রতিযোগিতা চলছে। আর এ নির্বাচনের পরিবেশ স্বাভাবিক রাখতে নির্বাচন কমিশন ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে। প্রশাসনও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে যাবতীয় প্রস্তুতি নিয়েছে।