আমাদের দিগন্ত প্রতিবেদক
সমাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ভিডিও কিংবা ছবিতে দেখা যেত কুকুরটিকে। তাকিয়ে থাকা ও মুখের ভঙ্গিতেই হেসে দেয় অনেকে। সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয় সেই কুকুর কাবোসু মারা গেছে। ‘ডগি মিম’ নামের এই কুকুরের মালিক আতসুকো সাতো এ তথ্য জানান।
ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, জাপানি কুকুরটি শুক্রবার মারা গেছে বলে জানিয়েছেন মালিক আতসুকো সাতো। ২০২২ সালে লিউকেমিয়া ধরা পড়ে। কাবোসুর বয়স হয়েছিল ১৯ বছর। কুকুরটিকে বিদায় জানাতে আগামী সোমবার বিশেষ আয়োজন করেছেন তিনি।
২০০৮ সালে কাবোসুকে লালনপালন শুরু করেন আতসুকো সাতো। ২০১০ সালে প্রথম সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয় কুকুরটিকে নিয়ে। এরপর থেকেই এটি ‘ডগি’ নামে বেশি পরিচিত। এমনকি ক্রিপ্টোকারেন্সিতেও এর অবদান অনেক। তাতে তার ছবিই ব্যবহার করা হয়ে থাকে।
গত বছর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সের লোগো পরির্বতন করে এই কাবোসুর ছবি ব্যবহার করেন ইলন মাস্ক। পরে অবশ্য সরিয়ে দেন।