পটিয়ায় মাঠ চষে বেড়াচ্ছেন উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী  হারুনুর রশীদ

প্রমি সেন ( প্রতিনিধি)

 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রেজ কাটতে না কাটতেই সাড়া দেশে মতো ৬ ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচন তৃতীয় ধাপে আগামী ২৯ মে। চট্টগ্রামে পটিয়া এ নির্বাচনে শতভাগ এগিয়ে রয়েছে বলে ভোটের মাঠে ভোটাররা স্মার্ট হারুনুর রশীদ কে দেখতে চান ভোটাররা। তিনি পাড়া-মহল্লা,অলি-গলি, গ্রাম-গঞ্জ ও মাটে-ঘাটে গণসংযোগ, উটান বৈঠক সহ নির্বাচনী মাটে ভিন্নমাত্রা প্রচারনায় আনারস প্রতীকের চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মুহাম্মদ হারুনুর রশীদ ভোট যুদ্ধ

লড়াইয়ে সক্রিয় থেকে প্রতিদ্বন্দ্বিতায় শতভাগ এগিয়ে রয়েছেন বলে ভোটারদের আলাপ কালে ভোটাররা জানান। ভোটারা আরও বলছে, দুই প্রার্থীর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ে  সম্ভাবনা। তাই দুই প্রার্থীর মধ্যে য়ে কোনো সময় রক্তক্ষয় সংঘর্ষের আশংকা করছেন ভোটাররা। কিন্তু

পোস্টার, ব্যানার, বিলবোর্ড, ফেস্টুনে চেয়ে গেছে সারা পটিয়া শহর। পটিয়া উপজেলার আ”লীগ সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র হারুনুর রশীদ বলছে ,চেয়ারম্যান পদে ২,ভাইস চেয়ারম্যান পদে ৮ ও নারী ৬ সহ ১৬ জন প্রার্থী নির্বাচনী মাটে উৎসব নগরীর পরিনত হয়। ভোটের মাটে ভোটের হাওয়া বইছে।

এ নির্বাচন সুষ্ঠু শান্তিশৃঙ্খলা পরিবেশের অবাধ ও নিরপেক্ষ ভোটর শতভাগ জয়ের আশাবাদী।এবং ১২৮টি কেন্দ্রে ভোট সংখ্যা ৩ লাখ ৩৪ হাজার ৫৪৪। পুরুষ ১ লাখ ৭৫ হাজার ৭৩৮, নারী ১ লাখ ৫৮ হাজার ৮০৬। তাদের ভোটারধীকার প্রয়োগ করবেন। তৃতীয় ধাপে নির্বাচন আগামী ২৯ মে ভোট গ্রহণ হবে। পটিয়াবাসীর দোয়া, আশীর্বাদ কামনা করেছেন তিনি।