আমাদের দিগন্ত প্রতিবেদক
পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) বেনজীর আহমেদ ও তাঁর স্ত্রী-সন্তানের নামে থাকা আরও সম্পদের খোঁজ মেলায় সেসব জব্দ করার নির্দেশ দিয়েছেন আদালত।
এসব সম্পদের মধ্যে রয়েছে- ঢাকার অভিজাত এলাকায় চারটি ফ্ল্যাট, সাভার ও মাদারীপুরে জমিসহ ১১৯টি দলিলে স্থাবর-অস্থাবর সম্পত্তি। এছাড়া বিভিন্ন কোম্পানিতে থাকা বেনজীর আহমেদ, তার স্ত্রী ও সন্তানদের নামে থাকা শেয়ারও অবরুদ্ধ করার নির্দেশ দেওয়া হয়েছে।
রোববার এ আদেশ দেন ঢাকা মহানগর আদালতের সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন।