দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে সেনাবাহিনী 

 দুর্জয় বড়ুয়া(প্রতিনিধি)

খাগড়াছড়ির দীঘিনালায় বন্যায় ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছে সেনাবাহিনী।

বুধবার (২৯ মে) সকাল ১০ ঘটিকায় উপজেলার ছোট মেরুং বাজার সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এক শতাধিক ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেন দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ওমর ফারুক পিএসসি।

এ সময় আরও উপস্থিত ছিলেন দীঘিনালা জোন এ্যাডজুটেন্ট ক্যাপ্টেন এম. এ. মোমেন শিহাব, ১ নং মেরুং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহমুদা বেগম লাকী প্রমূখ।

ত্রাণ সামগ্রীর মধ্যে রয়েছে চাউল, আটা, তেল, ডাল, চিনি, লবন, চা পাতা ও বিস্কুট।

ত্রাণ সামগ্রী বিতরণ শেষে বন্যায় মারা যাওয়া এক শিশুর পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ ওমর ফারুক পিএসসি জানান, আত্ম মানবতার কল্যানে দীঘিনালা জোন সবসময় উপজেলার পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর পাশে এগিয়ে এসেছে। ভবিষ্যতেও এমন কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।