দীঘিনালা উপজেলায় গৃহহীন মানুষের জীবনমান বদলে দিয়েছেন প্রধানমন্ত্রীর আশ্রয়ণ প্রকল্প

দুর্জয় বড়ুয়া (প্রতিনিধি)

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় গৃহহীন মানুষের জীবনমান বদলে দিয়েছে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের আওতায় দেয়া পাকা ঘর।

 

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার উপহারের ঘর হয়েছে এখন তাঁদের সুরক্ষিত ও নিরাপদ ঠিকানা। শুধু তাই নয়, মাটি সহ পাকা ঘরের মালিকানা পেয়ে স্বাবলম্বীর পথে উপকার ভোগী পরিবারগুলো।

 

এছাড়াও বিশুদ্ধ খাবার পানি, ঘরে বিদ্যুত, নারীদের কর্মসংস্থানের জন্য সেলাইমেশিন প্রদান সহ প্রান্তিক এ জনগোষ্ঠীর জীবন মানোন্নয়নে বিভিন্ন প্রকল্পের আওতায় সুযোগ-সুবিধা পৌছে দেয়া হচ্ছে উপকার ভোগীদের কাছে। এবং উপজেলা প্রশাসন কর্তৃক এ প্রকল্পের আওতায় উপকার ভোগী সকলের খোঁজখবর রাখা হচ্ছে বলে জানান, দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদ।

 

১১ জুন (মঙ্গলবার) দুপুরে পঞ্চম পর্যায়ে দ্বিতীয় ধাপে দীঘিনালা উপজেলার আরও ২শ গৃহহীন পরিবারের মাঝে আশ্রয়ণ প্রকল্পের আওতায় গণভবন থেকে ভার্চুয়ালির মাধ্যমে ঘর বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

এ নিয়ে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম পর্যায়ে দীঘিনালা উপজেলায় বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয়ণ প্রকল্পের আওতায় সর্বমোট ১হাজার ৩শ ৫২ জন ভূমিহীন ও গৃহহীন পরিবার জমি সহ পাকা ঘর পেয়েছেন।

 

মঙ্গলবার উপজেলার অডিটোরিয়ামে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভার্চুয়ালি গৃহ হস্তান্তর কার্যক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মামুনুর রশীদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, খাগড়াছড়ি জেলা প্রশাসক মো. সহিদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন, জেলা অতিরিক্ত পুলিশ সুপার মো. তফিকুল ইসলাম।

এছাড়াও অনুষ্ঠানে দীঘিনালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নুরুল হক, সহকারী কমিশনার (ভূমি) আবুল হাসনাত খাঁন, বীর মুক্তিযোদ্ধা এনামুল হক, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সীমা দেওয়ান, প্রেসক্লাব সভাপতি জাহাঙ্গীর আলম রাজু, স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজের ব্যক্তিবর্গ সহ সকল উপকার ভোগীরা।