শেখ হাসিনা দুর্নীতিবাজ কাউকে ছাড়বেন না :কাদের

আমাদের দিগন্ত  প্রতিবেদক 

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুর্নীতিবাজ কাউকে ছাড়বেন না জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দুর্নীতিবাজরা সবচেয়ে বেশি দুর্নীতি করে। বেশি বাড়াবাড়ি করবেন না। শেখ হাসিনা শেখের বেটি। দুর্নীতিবাজ কাউকে ছাড়বেন না। তিনি কাউকে ক্ষমা করবেন না। বাংলাদেশের জনগণের ভোট ও ভাতের অধিকার প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকা পালনকারী প্রতিষ্ঠান আওয়ামী লীগ। ৭৫ বছর এই প্রতিষ্ঠানের বয়স। দীর্ঘ সংগ্রাম, আন্দোলন, ঝড়, অন্ধকার, স্বৈরশাসনের বিরুদ্ধে দীপ্ত পায়ে এগিয়ে যাওয়ার নাম আওয়ামী লীগ।

আজ শনিবার (২৯ জুন) দুপুরে আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ওবায়দুল কাদের এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, তারেক রহমান দণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। বিএনপি নেতারা দুর্নীতির বিরুদ্ধে কথা বলে। তাদের এক নম্বর নেতাইতো দুর্নীতিবাজ। টাকা পাচার করে পালিয়ে গেছে। তাঁকে দেশে ফিরেয়ে এনে বিচার করা হবে। খেলা হবে, আবারও খেলা হবে। ষড়যন্ত্রকারিদের বিরুদ্ধে আবারও খেলা হবে। বেশি বাড়াবাড়ি করবেন না। শেখ হাসিনা শেখের বেটি। তিনি কাউকে ক্ষমা করবে না। দুর্নীতির রাজ্যে কাউকে ছাড়বেন না।