দুর্জয় বড়ুয়া (প্রতিনিধি)
শনিবার (২৯ শে জুন, ২০২৪) খাগড়াছড়ি সদর এবং দীঘিনালা উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের ভিত্তি প্রস্তর স্হাপনে শুভ উদ্বোধন করেন জনাব কুজেন্দ্র লাল ত্রিপুরা,এমপি,মাননীয় প্রতিমন্ত্রী,পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার জনাব মুক্তা ধর পিপিএম (বার) মহোদয়।
এসময় পুলিশ সুপার বলেন, প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি অনুযায়ী যুব ও ক্রীড়া মন্ত্রণালয়াধীন জাতীয় ক্রীড়া পরিষদ কর্তৃক দেশের প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা উপজেলা পর্যায়ে সেটি ছড়িয়ে দিচ্ছি। যাতে করে আমাদের খেলোয়াড়রা খেলাধুলা করতে পারে এবং তাদের মেধাকে বিকশিত করার সুযোগ পাই সেজন্য আমরা এই কাজটি করে যাচ্ছি। তরুণ প্রজন্মকে মাদক থেকে রক্ষা করতে হলে খেলাধুলার বিকল্প নেই। এখানে সবাই খেলতে পারবে, অনুশীলন করতে পারবে। এসব স্টেডিয়াম খেলাধুলায় অনেক উপকারে আসবে।
তিনি আরও বলেন, দেশের তৃনমুল পর্যায় থেকে খেলোয়ার তুলে আনাসহ খেলাধুলার মানোন্নয়নে এই স্টেডিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলায় নতুন প্রজন্মকে ক্রীড়াক্ষেত্রে আরে বেশী আগ্রহী করে গড়ে তুলতে প্রতিটি উপজেলায় শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণ করা হচ্ছে।
এসময় আরও উপস্হিত ছিলেন জনাব কাজী মোখলেছুর রহমান,যুগ্ম সচিব(পরিকল্পনা),যুব ও ক্রীড়া মন্ত্রণালয় ও জনাব মাহাবুব মোরশেদ সোহেল,উপসচিব,যুব ও ক্রীড়া মন্ত্রণালয়, জেলা প্রশাসক জনাব মো: সহিদুজ্জামান, জনাব নির্মলেন্দু চৌধুরী,মেয়র,খাগড়াছড়ি পৌরসভা এবং জেলা পুলিশ ও জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।