- থেকে পদত্যাগ করে বোনকে নিয়ে দেশ ছেড়ে চলে গেছেন শেখ হাসিনা। আজ সোমবার বার্তা সংস্থা এএফপি ও বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
সূত্রের বরাত দিয়ে এএফপি জানায়, আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা ও তাঁর বোন শেখ রেহানা নিরাপদ আশ্রয়ের জন্য গণভবন ছেড়েছেন। শেখ হাসিনা একটি ভাষণ দিতে চেয়েছিলেন। কিন্তু সুযোগ পাননি।
এদিকে বিবিসির প্রতিবেদনে বলা হচ্ছে, শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে ঢাকা ছেড়েছেন। ভারতীয় কয়েকটি সংবাদমাধ্যম বলছে, শেখ হাসিনা ভারতের পশ্চিমবঙ্গে গেছেন। সূত্র বলছে, সোমবার দুপুর আড়াইর দিকে বঙ্গভবন থেকে একটি সামরিক হেলিকপ্টারে শেখ হাসিনা উড্ডয়ন করেন।
গতকাল রোববার বাংলাদেশে সরকারবিরোধী আন্দোলনে সহিংসতায় শতাধিক নিহত হন। এ প্রেক্ষাপটে আজ সোমবার মার্চ টু ঢাকা কর্মসূচি দেয় আন্দোলনকারীরা। রোববারের পরিস্থিতির কারণে সন্ধ্যা ছয়টা থেকে অনির্দিষ্টকালের কারফিউ ঘোষণা করা হয়।
আন্দোলনের বিভিন্ন জায়গার জমায়েতের স্থানগুলোতে সেনা মোতায়েন হয়। আশা করা হয়েছিল, এর মধ্য দিয়ে কারফিউকালে আন্দোলনকারীরা আর মার্চ টু ঢাকা কর্মসূচি নিয়ে এগোবেন না। কিন্তু সোমবার পূর্ব নির্ধারিত সময়ের আগেই রাজধানীর বিভিন্ন স্থানে মানুষের জমায়েত বাড়তে থাকে। এক পর্যায়ে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিরাপদ আশ্রয়ের জন্য দেশ ছেড়েছেন।