ডেক্স নিউজ
সাফ অনূর্ধ্ব-২০ টুর্নামেন্টের ফাইনালে ৪-১ গোলে স্বাগতিক নেপালকে হারিয়ে শিরোপা জিতেছে বাংলাদেশ। টুর্নামেন্টের এই ফরম্যাটের ইতিহাসে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ।
নেপালের কাঠমান্ডুর আনফা কমপ্লেক্সে ম্যাচের শুরু থেকে স্বাগতিকরা দাপট দেখায়। একের পর এক আক্রমণ করে বাংলাদেশকে চাপে রাখে। দুই দলই ৪-৩-৩ ছকে খেলছে। ১০ নম্বর জার্সিধারী নিরঞ্জন ধামি বাংলাদেশের আক্রমণ ভাগকে তটস্থ রাখেন।
প্রথমার্ধের অতিরিক্ত সময়ে মিরাজুলের গোলে লিড নিয়েছিল বাংলাদেশ। দ্বিতীয়ার্ধে মিরাজুল ও রাহুলের গোলে ৭০ মিনিটে বাংলাদেশ ৩-০ গোলে এগিয়ে থাকে। ৮০ মিনিটে নেপাল এক গোল পরিশোধ করে।
রাম থাপার ক্রসে আসিফ ফ্লাইট মিস করলে সামির তামাং হেডে গোল করে ব্যবধান কমান। ১০ মিনিট ইনজুরি টাইম দেওয়া হয়।
যোগ করা সময়ে রাব্বি হোসেনের ক্রসে পিয়াস আহমেদ নোভার প্লেসিং গেলকিপারের শরীরে লেগে গোল লাইন অতিক্রম করে। এক ডিফেন্ডার ক্লিয়ার করলেও রেফারি জাফরান মোহাম্মদ গোলের বাঁশি বাজান। সঙ্গে সঙ্গে নিশ্চিত হয় বাংলাদেশের শিরোপা।