ইউটিউব দেখে পিত্তথলির অস্ত্রোপচার!!

ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম ইউটিউবে ভিডিও দেখে এক কিশোরের পিত্তথলির পাথর অপসারণে অস্ত্রোপচার করেন এক ভুয়া চিকিৎসক। অবস্থার অবনতি হলে ওই কিশোরকে দ্রুত আরেক হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেন তিনি। তবে এতে শেষ রক্ষা হয়নি। পথেই মৃত্যু হয় ১৫ বছর বয়সী কিশোরের। এমন ঘটনা ঘটেছে ভারতের বিহার রাজ্যের রাজধানী পাটনায়। অভিযুক্ত ভুয়া চিকিৎসক পলাতক।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, ভুক্তভোগী ১৫ বছর বয়সী  কিশোরের নাম কৃষ্ণ কুমার। আর অভিযুক্ত চিকিৎসকের নাম অজিত কুমার পুরি।  হঠাৎ করে বমি শুরু হলে ওই কিশোরকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করানো হয়।

কৃষ্ণ কুমারের বাবা চন্দন শ বলেন, ‘আমরা তাকে ভর্তি করি এবং এর পরই বমি বন্ধ হয়ে যায়। তবে ডাক্তার অজিত কুমার পুরী বলেন, তার অপারেশন করা দরকার। ইউটিউবে ভিডিও দেখে অস্ত্রোপচার করেন তিনি। এরপর আমার ছেলে মারা গেছে।’

ভুক্তভোগীর দাদা প্রহলাদ প্রশাদ জানান,  হাসপাতালে ভর্তি হওয়ার পর কৃষ্ণ কুমারের বমি বন্ধ হয়ে যায়। তিনি বলেন, ‘ওই চিকিৎসক আমার ছেলেকে বিদায় দেন এবং পরিবারের সম্মতি ছাড়াই ছেলেটির অপারেশন শুরু করেন। ছেলেটা ব্যথায় কাতর ছিল। যখন আমরা ডাক্তারকে জিজ্ঞাসা করলাম কেন তার ব্যথা হচ্ছে , তিনি আমাদের ধমকালেন এবং জিজ্ঞাসা করলেন, আমরা ডাক্তার কি না। সন্ধ্যার পর তার নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। পরে সিপিআর দিয়ে তার জ্ঞান ফেরানো হয়। পরে আরেক হাসপাতালে যাওয়ার সময় পথেই তার মৃত্যু হয়। হাসপাতালের সিঁড়িতে লাশ ফেলে পালিয়ে যায় ওই চিকিৎসক।’

ওই চিকিৎসকের যোগ্যতা না জানার পরও কেন তাঁর কাছে নিয়ে যাওয়া হলো? এমন প্রশ্নে কৃষ্ণ কুমারের পরিবারের পক্ষ থেকে বলা হয়, আমরা শুধু বমি বন্ধ করার জন্য গিয়েছিলাম। কিন্তু তিনি সম্মতি না নিয়েই অস্ত্রোপচার করেন।

এ ঘটনায় থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। পুলিশ জানায়, অভিযুক্ত ব্যক্তিকে ধরতে চেষ্টা চালানো হচ্ছে।