ডেক্স নিউজ
আগামী প্রজন্মকে স্বনির্ভর হওয়ার জন্য এবং দেশে আমিষের প্রয়োজন মিটানোর জন্য মধ্য ও দক্ষিণ বাংলাদেশ শিশু উন্নয়ন প্রকল্প সাগরিকা আয়োজনে কম্প্যাশন ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগীতায় প্রকল্পের শিশুদের অভিভাবকবৃন্দ অংশগ্রহণে হাঁস-মুরগী পালন বিষয়ক প্রশিক্ষণ এবং মুরগীর ছানা বিতরণ কর্মশালা অনুষ্ঠিত হয় চট্টগ্রামের সাগরিকায়।
প্রকল্প ব্যবস্থাপক উইলসন কর্মকার এর সভাপতিত্বে এবং সমাজকর্মী তৃষ্ণা দে এর পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. মো. নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আঞ্চলিক মুরগীর খামার প্রকল্পের উপ-পরিচালক ডা: মোঃ আলমগীর, এল.সি.সি চেয়ারম্যান সুধীর কর্মকার,ও সদস্য আলো নন্দী।
পরে কর্মশালায় অংশগ্রহণ কারীদের মধ্যে উন্নত জাতের মুরগীর বাচ্চা বিতরণ করা হয়।